Lionel Messi: হাজারের নোটে মেসির মুখ! গুঞ্জন উড়িয়ে দিল আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাঙ্ক
আর্জেন্টিনার নোটে থাকবে লিওনেল মেসির ছবি! কাতারে বিশ্বকাপ জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল এমন খবর। বেজায় খুশি হয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। কিন্তু আদৌ কি এই খবর সত্যি?
বুয়েনস আইরেস: লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে তৃতীয়বারের জন্য ফুটবল বিশ্বকাপ এসেছে আর্জেন্টিনার ঘরে। ৩৮ বছর পর বিশ্বকাপ ট্রফির খরা কেটেছে। মেসির বিশ্বজয়ের পর শোনা গিয়েছিল, আর্জেন্টিনার ১০০০ টাকার নোটে দেখা যাবে মেসির মুখ। ৩৫ বছরের ফুটবল মহাতারকাকে সম্মান জানাতে নাকি এমনই সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন সেন্ট্রাল ব্যাঙ্ক (Argentina Central Bank)। বেজায় খুশি হয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। কবে নাগাদ মেসির মুখওয়ালা নোট বাজারে ছাড়বে সেদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক? প্রশ্ন উঠতেই সোজা জবাব এল। মেসির প্রতি অগাধ সম্মান রয়েছে। কিন্তু তা বলে ১০০০ পেসো (আর্জেন্টিনার মুদ্রা)-র নোটে মেসির মুখ! নৈব নৈব চ। এমন কোনও পরিকল্পনাই নেই আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাঙ্কের। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন সেন্ট্রাল ব্যাঙ্ক। তাহলে এমন গুজব উঠল কেন? এর নেপথ্যে অবশ্য রয়েছেন ব্যাঙ্কের আধিকারিকরাই। ঘটনাটি তুলে ধরল TV9 Bangla।
আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিচালনা বোর্ডের সদস্যরা মজার ছলে এই প্রস্তাব দিয়েছিলেন। সেটি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আগেই। সেন্ট্রাল ব্যাঙ্কের ডিরেক্টর এবং বোকা জুনিয়র্স সমর্থক লিসান্দ্রো কেরি বলেন, “আমরা ব্যাঙ্কের সদস্যরা মজা করেই এই প্রস্তাব রেখেছিলাম।” যদিও আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যম তা ফলাও করে ছাপে। তাদের প্রতিবেদনে লেখা ছিল, ব্যাঙ্কনোটের সামনে থাকবে মেসির মুখ, পিছনে কোচ লিওনেল স্কালোনি। যদিও পুরোটাই গুজব। সেন্ট্রাল ব্যাঙ্কের আধিকারিকদের মজার ছলে দেওয়া প্রস্তাব সংবাদমাধ্যমে এভাবে ছড়িয়ে পড়বে তা ভাবতে পারেননি ব্যাঙ্ক আধিকারিকরা। পেনাল্টি শুট-আউটে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বকাপ জিততেই ‘এল ফিনান্সিয়েরো নামে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে হইচই পড়ে যায়।
এমনকী সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনার এক হাজার পেসোর মধ্যে মেসির মুখ বসানো নোটের ছবিও ছড়িয়ে পড়ে। যা দেখে আসল নোটের মতোই মনে হচ্ছিল। অনেকেই তা সত্যি বলে ভেবে নেন। সংবাদ সংস্থাকে ব্যাঙ্ক আধিকারিকরা গুজবে কান দিতে বারণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নোটের ছবিগুলি ভুয়ো। ওগুলোর কোনও সত্যতা নেই। সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা।