Cristiano Ronaldo: ‘এই বেশ ভালো আছি’, ভক্তদের বার্তা রোনাল্ডোর

Cristiano Ronaldo-Al Nassr : বেঞ্জেমা এ বার রিয়াল ছেড়ে যোগ দিচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাবে। রোনাল্ডো মনে করেন, বিশ্বের নানা প্রান্ত থেকে এ ভাবেই হেভিওয়েটরা জয়েন করলে লিগের উন্নতি হবে। বয়স কোনও বাধাই নয়।

Cristiano Ronaldo: 'এই বেশ ভালো আছি', ভক্তদের বার্তা রোনাল্ডোর
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2023 | 7:30 AM

রিয়াধ: সৌদি আরবেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসি ক্লাব ছাড়লেও, রোনাল্ডো এখনই ক্লাব ছাড়ছেন না। বিশ্বকাপের পরই সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সৌদি আরবের ক্লাবে সই করেন সিআর সেভেন। বিশাল পরিমাণ আর্থিক চুক্তিতে আল নাসেরে সই করেন পর্তুগিজ সুপারস্টার। তাঁর সঙ্গে ২০২৪ সাল অবধি চুক্তি থাকলেও হঠাৎই আশঙ্কা তৈরি হয়েছিল। আল নাসেরের জার্সিতে ব্যক্তিগত কিছু ভালো পারফরম্যান্স হলেও আসেনি দলগত সাফল্য। খালি হাতেই মরসুম শেষ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবু আরও একটা বছর আল নাসেরেই থাকছেন সিআর সেভেন। নিজেই জানালেন সেই কথা। এই মরসুমে সৌদি প্রো লিগে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন রোনাল্ডো। লিগ চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আল ইত্তেহাদ। দুই নম্বরে শেষ করেছে রোনাল্ডোর ক্লাব আল নাসের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রোনাল্ডোর প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এ বছর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে। প্রিমিয়ার লিগে প্রথম চারে শেষ করেছে ম্যান ইউ। তাহলে কি আবার পুরনো ক্লাবে দেখা যাবে সিআর সেভেনকে? ভক্তদের মনে উঠেছিল প্রশ্ন। রোনাল্ডো অবশ্য সাফ জানালেন, ‘আমি এখানে ভালো আছি। এখানেই খেলা চালিয়ে যেতে চাই। হ্যাঁ, এখানেই আমি খেলতে চাই। আমার মনে হয়, ক্লাব কর্তৃপক্ষ যদি এ ভাবে আরও পাঁচ বছর কাজ করে তাহলে বিশ্বের প্রথম পাঁচে উঠে আসবে সৌদি প্রো লিগ।’

রোনাল্ডো আরও বলেন, ‘ইউরোপে আমরা সকালে অনুশীলন করি। এখানে আমরা সাধারণত বিকেলে অথবা সন্ধেতে অনুশীলন করি। রমজানের সময় রাত ১০টায় প্র্যাক্টিস করি। এটা সত্যিই অবাক করার মতো। এই অভিজ্ঞতা আমি আজীবন মনে রেখে দেব। সত্যিই স্মরণীয় মুহূর্ত। এখানকার সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শেখারও আছে।’

একই সঙ্গে ভক্তদের আশ্বস্ত করে রোনাল্ডো বলেন, ‘এ বছর আমি কিছু একটা জিততে চেয়েছিলাম। পাইনি। তবে আমি নিশ্চিত, পরের বছর ট্রফি ভাগ্য বদলাবে। আমাদের সাফল্য আসবে।’

রোনাল্ডোর শত্রুশিবিরে যোগ দিতে চলেছেন করিম বেঞ্জেমা। রিয়াল মাদ্রিদে সিআর সেভেনের সতীর্থ ছিলেন ফরাসি সুপারস্টার। সেই বেঞ্জেমা এ বার রিয়াল ছেড়ে যোগ দিচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাবে। রোনাল্ডো মনে করেন, বিশ্বের নানা প্রান্ত থেকে এ ভাবেই হেভিওয়েটরা জয়েন করলে লিগের উন্নতি হবে। বয়স কোনও বাধাই নয়।