Cristiano Ronaldo: পেটের সমস্যায় ভুগছেন রোনাল্ডো, আজকের ওয়ার্ম আপ ম্যাচে খেলবেন?
ফুটবল বিশ্বকাপ শুরু ঠিক আগে অসুস্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেটের সমস্যায় ভুগছেন তিনি।

লিসবন: পাকস্থলীর প্রদাহে ভুগছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। নাইজেরিয়ার বিরুদ্ধে পর্তুগালের ওয়ার্ম আপ ম্যাচের ঠিক আগে পেটের সমস্যা কাবু করেছে তাঁকে। বুধবার সাংবাদিক বৈঠকে জানান পর্তুগালের (Portugal Football Team) কোচ ফার্নান্ডো স্যান্টোস। কোচ জানিয়েছেন, পেটের সমস্যার কারণে ওয়ার্ম আপ ম্যাচের আগের দিন অনুশীলনে যোগ দিতে পারেননি সিআর সেভেন। জাতীয় দলের সঙ্গে দিন দুয়েক অনুশীলন করলেও বুধবাসরীয় ট্রেনিং সেশনে বাইরে ছিলেন। তাহলে বৃহস্পতিবার নাইজেরিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামবেন তিনি? স্যান্টোসের জবাব রোনাল্ডো অনুরাগীদের হতাশ করবে। কী বলেছেন পর্তুগালের কোচ। তুলে ধরল TV9 Bangla।
আনুষ্ঠানিক ঘোষণা না করলেও ৩৭ বছরের রোনাল্ডোর এটা শেষ বিশ্বকাপ হতে চলেছে তা বলাই যায়। খুব জোর ২০২৪ সালের ইউরো কাপ পর্যন্ত খেলবেন তিনি। কেরিয়ারের শেষ বিশ্বকাপে রোনাল্ডোর হাতে সোনালি ট্রফি দেখার আশায় অনুরাগীরা। তবে ফুটবল নয়, বিশ্বকাপ শুরুর ঠিক আগে পিয়ের্স মর্গ্যানকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারের জন্য শিরোনামে রয়েছেন সিআর সেভেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড তাঁর বর্তমান ক্লাব, কোচকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে উঠে এসেছে ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা। সাক্ষাৎকারের প্রভাব ফুটবলারের জীবনে যে একেবারেই পড়েনি এমনটা হতে পারে না। তাহলে কি বিশ্বকাপ শুরুর আগে নিজেকে কয়েকটা দিন আড়ালে রাখতে চাইছেন রোনাল্ডো। শারীরিক অসুস্থতা কি ওয়ার্ম আপ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে রাখার অজুহাত?
সাংবাদিকদের প্রশ্নে অট্টহাসি হেসে স্যান্টোস বলেন, “এটা অন্য কোনও খেলোয়াড়ের সঙ্গে হলে এই প্রশ্নে সহমত হলেও হতাম। কিন্তু মানুষটা যখন রোনাল্ডো, তখন এটা বলা যায় না। সত্যিই ওর পেটের সমস্যা রয়েছে। মাঠে নামার মতো পরিস্থিতি নেই। অনুশীলন করতে পারেনি। কারণ এই সময় ওর সেরে ওঠার জন্য বিশ্রামের প্রয়োজন। পেটের সমস্যায় শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। এতে শরীর খুব দুর্বল হয়ে পড়ে। ওয়ার্ম ম্যাচে খেলার মতো পরিস্থিতি ওর নেই।”





