FIFA Women’s World Cup: লড়াই করেও হার, বিশ্বকাপ যাত্রা শেষ কলম্বিয়ার; সেমিফাইনালে ইংল্যান্ড
England vs Colombia: ব্রাজিলের পর দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল কলম্বিয়ার সামনে। কিন্তু শেষ অবধি তা হল না। ইংল্যান্ডের কাছে আটকে গেল কলম্বিয়া।

সিডনি: কলম্বিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করল সিংহীরা। মেয়েদের বিশ্বকাপের (FIFA Women’s World Cup) কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল কলম্বিয়া (Colombia)। অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিক স্টেডিয়ামে মেয়েদের বিশ্বকাপের শেষ আটের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং কলম্বিয়া। এই নিয়ে ইংল্যান্ড (England) ও কলম্বিয়া বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় বার মুখোমুখি হল। এর আগে ২০১৫ সালে মেয়েদের বিশ্বকাপে প্রথম সাক্ষাৎ হয়েছিল ইংল্যান্ড ও কলম্বিয়ার। সে বার সিংহীদের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল কলম্বিয়া। এ বারও স্কোরলাইন হল একই। এই নিয়ে ষষ্ঠ বার মেয়েদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলল ইংল্যান্ড। অন্যদিকে মেয়েদের বিশ্বকাপের শেষ আটে কলম্বিয়া এই প্রথম বার খেলল। ব্রাজিলের পর দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল কলম্বিয়ার সামনে। কিন্তু শেষ অবধি তা হল না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড খেলল ৩-৪-১-২ ছকে। অন্যদিকে কলম্বিয়া নেমেছিল ৪-১-২-৩ ছকে। ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডের ডিফেন্সের বিরুদ্ধে তেড়েফুঁড়ে লেগে পড়ে কলম্বিয়ার মেয়েরা। ম্যাচের বয়স যখন ১০ মিনিট, সেই সময় চোট পান কলম্বিয়ার ডিফেন্ডার ক্যারোলিনা আরিয়াস। ২৭ মিনিটে প্রথম কর্নার পেয়েছিল ইংল্যান্ড। ৩৮ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন লিন্ডা কাইসাদো। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পাননি কাইসাদো। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে, ৪৪ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন লেইসি স্যান্টোস। এরপর প্রথমার্ধের স্টপেজ টাইমে ৪৫+৬ ইংল্যান্ডকে সমতায় ফেরান লরেন ক্যাম্প। যার ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে স্কোরলাইন ২-১ করেন অ্যালেসিয়া রুশো। ম্যাচের বাকি সময়টা লিন্ডা কাইসাদোরা লড়াই করলেও কলম্বিয়া আর গোল করতে পারেনি। এই নিয়ে টানা তৃতীয় বার মেয়েদের বিশ্বকাপের (২০১৫, ২০১৯ এবং ২০২৩) সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। উল্লেখ্য, দিনের অপর এক কোয়ার্টার ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে। সেখান থেকে সাডেন ডেথে ফ্রান্সকে ৭-৬ ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। এই টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট হল — স্পেন, সুইডেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনাল সূচি
১৫ অগস্ট: স্পেন-সুইডেন (দুপুর ১.৩০)
১৬ অগস্ট: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (বিকেল ৩.৩০)





