Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marcelo Vieira: ২ বছরের চুক্তিতে ঘরের ছেলে ফিরলেন ব্রাজিলের ক্লাবে

যে ক্লাবের যুব দল থেকে উঠে এসেছিলেন, যে ক্লাবের হয়ে পেশাদারি ফুটবলে পা রেখেছিলেন, সেই ক্লাবেই আবার ফিরলেন মার্সেলো। ২ বছরের চুক্তিতে।

Marcelo Vieira: ২ বছরের চুক্তিতে ঘরের ছেলে ফিরলেন ব্রাজিলের ক্লাবে
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2023 | 6:51 PM

রিও ডি জেনেইরো: যে ক্লাব থেকে উত্থান হয়েছিল এক সময়, সেই ক্লাবেই আবার ফিরলেন মার্সেলো ভিয়েইরা (Marcelo Vieira da Silva Júnior)। ফ্লুমিনেন্সের (Fluminense) যুব দল থেকেই উত্থান হয়েছিল তাঁর। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রাজিলের ক্লাবে থেকেই শুরু করেছিলেন পেশাদারি ফুটবল। দুটো মরসুমে মোট ৩০টা ম্যাচ খেলেছিলেন লেফটব্যাক। সেখান থেকেই চলে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। স্পেনের ওই ক্লাবের হয়ে কিংবদন্তি হয়ে যাওয়া, সাফল্যের মধ্যাকাশে উঠে পড়া, রিয়ালের ইতিহাসে চিরকালীন ছাপ রাখা। সেই মার্সেলো ফিরলেন নিজের পুরনো ক্লাবেই। ২ বছরের চুক্তিতে সই করলেন তিনি। এর মাঝে অলিম্পিয়াকোসে (Olympiakos) খেলেছেন কিছুটা সময়। তবে গ্রিসের ক্লাবে সে ভাবে মানিয়ে নিতে পারেননি। ৩৪ বছরের ফুটবলার তাই ফিরলেন ব্রাজিলের ক্লাবেই। বিস্তারিত TV9 Bangla-য়।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে মার্সেলো বলেন, “এখন সময় ফিরে আসার।” অন্যদিকে ব্রাজিলীয় ওই ক্লাবের তরফ থেকেও মার্সেলোর অন্তর্ভুক্তি নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ক্লাব ফুটবলে বহু পরিচিত একটি নাম মার্সেলো। ১৫ বছর রিয়াল মাদ্রিদে খেলেছেন তিনি। এই সময়ে মাদ্রিদের হয়ে ২৫টি কাপ জিতেছেন তিনি যার মধ্যে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছয়টি লা লিগা শিরোপা। ফ্লুমিনেন্সে মিডফিল্ডে খেলতে চলেছেন ২০১৪ এবং ২০১৮ ফিফা বিশ্বকাপার মার্সেলো।

ক্লাব ফুটবলে অনাবিল সাফল্য পাওয়া মার্সেলো নিজের দেশের ক্লাবের হয়েও একই প্রদর্শন করবেন, এমনই প্রত্যাশা করা হচ্ছে। ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন জুভেন্তাস ছেড়ে আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে আসেন, তখন তিনি চেনা ছন্দেই ছিলেন। কিন্তু নিজের তারকাসুলভ মনোভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। যে কারণে সিআর সেভেনের সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এ বার মার্সেলো নিজের দেশের ক্লাবে এসে তাঁর পরিচিত ছন্দে প্রদর্শন করে দেখাতে পারেন কিনা, সে বিষয়ে উদগ্রীব তাঁর ভক্তরা।