Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2024-25: আইএসএল প্লে-অফের সূচি প্রকাশ্যে, মোহনবাগানের সেমিফাইনাল ৩ এপ্রিল

Indian Super League Knockout Schedule: পয়েন্ট টেবলে প্রথম দুইয়ে থাকা দুটি দল অর্থাৎ মোহনবাগান ও এফসি গোয়া সরাসরি সেমিফাইনাল খেলবে। বাকি চারটি দল সিঙ্গল লেগ নকআউট ম্যাচ খেলবে। জয়ী দল সেমিফাইনালে। রইল বিস্তারিত।

ISL 2024-25: আইএসএল প্লে-অফের সূচি প্রকাশ্যে, মোহনবাগানের সেমিফাইনাল ৩ এপ্রিল
Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 15, 2025 | 5:34 PM

ইন্ডিয়ান সুপার লিগের গ্রুপ পর্বের খেলা শেষ। এ বার প্লে-অফের অপেক্ষা। সব মিলিয়ে ছ’টি দল প্লে-অফে। লিগ টেবলে শীর্ষস্থানে মোহনবাগান সুপার জায়ান্টস। টানা দু-বার আইএসএল লিগ শিল্ডও জিতে নিয়েছে। পরবর্তী লক্ষ্য আইএসএলের নকআউট ট্রফি। যার দৌড় শুরু হবে ৩ এপ্রিল। পয়েন্ট টেবলে প্রথম দুইয়ে থাকা দুটি দল অর্থাৎ মোহনবাগান ও এফসি গোয়া সরাসরি সেমিফাইনাল খেলবে। বাকি চারটি দল সিঙ্গল লেগ নকআউট ম্যাচ খেলবে। জয়ী দল সেমিফাইনালে। রইল বিস্তারিত।

টপ সিক্সে থাকা শেষ চারটি দল হল-বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ও মুম্বই সিটি এফসি। প্লে-অফ পর্ব শুরু ২৯ মার্চ থেকেই। প্রথম নকআউটে বেঙ্গালুরু এফসি হোম ম্যাচে খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। নকআউট সিঙ্গল লেগ। জয়ী দল সেমিফাইনালে জায়গা করে নেবে। দ্বিতীয় নকআউট ম্যাচ নর্থ ইস্ট ঘরের মাঠে খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। সেই ম্যাচটি ৩০ মার্চ।

আগামী ২ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে বেঙ্গালুরু বনাম মুম্বই সিটির জয়ী দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে এফসি গোয়া। সেমিফাইনালের দ্বিতীয় লেগ এফসি গোয়া ঘরের মাঠে খেলবে ৬ এপ্রিল।

মোহনবাগানের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ ৩ এপ্রিল। নর্থ ইস্ট বনাম জামশেদপুরের জয়ীর বিরুদ্ধে খেলবে মোহনবাগান। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ। দ্বিতীয় লেগে ঘরের মাঠে মোহনবাগান খেলবে ৭ এপ্রিল। ১২ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল।

আইএসএলের প্লে-অফ, সেমিফাইনাল, ফাইনাল টেলিভিশনে স্টার স্পোর্টস ৩ এবং জিও হটস্টার অ্যাপে দেখা যাবে।