ISL 2024-25, MBSG: প্রাক্তনদের সামলানোই সবচেয়ে কঠিন? মোহনবাগান কোচ মোলিনা বলছেন…
Odisha FC vs Mohun Bagan: প্লেয়ার এবং কোচ আরও ভালো জানবেন এটাই স্বাভাবিক। ভারতে খেলা বিদেশিদের মধ্যে অন্যতম সেরা রয় কৃষ্ণা। ওড়িশা ম্যাচে প্রাক্তন ফুটবলারদের সামলানোই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোহনবাগানের সামনে? মোলিনা কিন্তু চাইছেন, তিন পয়েন্ট নিয়ে ফিরেই কলকাতায় ছুটি কাটাবেন।
ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান। টানা তিন ম্যাচে ক্লিনশিটও রেখেছে। সুপার সান ডে-তে অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি। প্রতিপক্ষ টিমে একঝাঁক প্রাক্তনী রয়েছে মোহনবাগানের। হুগো বোমাস এবং রয় কৃষ্ণা। এই দু-জন কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, মোহনবাগান সমর্থকরাও তা ভালো করে জানেন। প্লেয়ার এবং কোচ আরও ভালো জানবেন এটাই স্বাভাবিক। ভারতে খেলা বিদেশিদের মধ্যে অন্যতম সেরা রয় কৃষ্ণা। ওড়িশা ম্যাচে প্রাক্তন ফুটবলারদের সামলানোই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোহনবাগানের সামনে? মোলিনা কিন্তু চাইছেন, তিন পয়েন্ট নিয়ে ফিরেই কলকাতায় ছুটি কাটাবেন।
মোহনবাগান কোচ হোসে মোলিনা আত্মবিশ্বাসী হলেও প্রাক্তনীদের নিয়ে সতর্কও। ওড়িশা ম্যাচের আগে বলছেন, ‘পুরনো দলের বিরুদ্ধে যে কোনও ফুটবলারই বাড়তি তাগিদ নিয়ে খেলে। রয় কৃষ্ণা ও হুগো বোমাস দু-জনেই দক্ষ ফুটবলার। ওরাও প্রাক্তন হিসেবে অতিরিক্ত তাগিদ নিয়ে খেলবে কিনা, তা তো বলতে পারব না। তবে ওদের আমরা জায়গা ছাড়ব না এটুকু বলতে পারি।’
এই খবরটিও পড়ুন
ওড়িশার শুধুমাত্র দু-জনকে নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান কোচ হোসে মোলিনা। তাঁর কাছে প্রতিপক্ষ দলের সকলেই সমান। টিম হিসেবেই পরিকল্পনা তৈরি রাখতে চান। মোলিনার কথায়, ‘ওদের ফুটবলাররা খুবই ভালো। ওদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তার উপর ওড়িশার হোম ম্যাচ। ঘরের মাঠে ওদের হারানো সহজ নয়। নিজের ফুটবলারদের উপরও আমার আস্থা রয়েছে। ওরা পরিশ্রম করেছে। আশা করি এই ম্যাচেও ভালো খেলব এবং তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরে একটা সুন্দর ছুটি কাটাব।’