ISL 2024-2025, MBSG: কলিঙ্গে ‘অপরাজিত’ ওড়িশার সামনে জয়ের হ্যাটট্রিক করা মোহনবাগান
Odisha FC vs Mohun Bagan: সুপার সান ডে ভুবেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আরও একটা জয়ের খোঁজেই নামবে গত বারের লিগশিল্ড জয়ী মোহনবাগান। ওড়িশা ঘরের মাঠের রেকর্ড ভালো। সার্বিক ভাবে অবশ্য ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের বিরুদ্ধে ১১ সাক্ষাতে মাত্র একবারই জিতেছে ওড়িশা এফসি।
মিনি ডার্বি, বড় ম্যাচ। এরপর অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধেও জয়। আরও একটা অ্যাওয়ে ম্যাচ। আগামী কাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি। কলিঙ্গ স্টেডিয়ামে গত তিন সাক্ষাতে মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিত ওড়িশা এফসি। এ বারের পরিস্থিতি অবশ্য আলাদা। মোহনবাগান অনবদ্য ছন্দে রয়েছে। মহমেডানের বিরুদ্ধে মিনি ডার্বিতে ৩-০, ইস্টবেঙ্গলকে ২-০, গত ম্যাচে হায়দরাবাদকে ২-০। ক্লিনশিট বজায় রেখে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের।
সুপার সান ডে ভুবেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আরও একটা জয়ের খোঁজেই নামবে গত বারের লিগশিল্ড জয়ী মোহনবাগান। ওড়িশা ঘরের মাঠের রেকর্ড ভালো। সার্বিক ভাবে অবশ্য ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের বিরুদ্ধে ১১ সাক্ষাতে মাত্র একবারই জিতেছে ওড়িশা এফসি। সের্গিও লোবেরার কোচিংয়ে এই পরিসংখ্যান বদলানোতেই নজর থাকবে তাদের। গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে রুদ্ধশ্বাস পারফরম্যান্সেও হার, ওড়িশাকে কিছুটা হলেও ব্যাকফুটে রাখবে।
হোসে মোলিনাকে একদিকে যেমন ভরসা দিচ্ছে তাঁর রক্ষণ ভাগ, অন্য় দিকে আক্রমণ ভাগও। ভয় একটাই। টানা তিনটি জয় এবং ক্লিনশিটে আত্মতুষ্টি না জায়গা করে নেয়। ওড়িশা এফসির কোচ ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাসী। লোবেরা বলছেন, ‘প্লেয়ারদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কলিঙ্গ স্পেশাল জায়গা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে এখানে তিন পয়েন্ট নেওয়ার ব্যাপারে আশাবাদী।’
এই খবরটিও পড়ুন
ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, রবিবার, সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার