রিয়ালের বিরুদ্ধে প্রথম দফায় ড্র করে অ্যাডভান্টেজে চেলসি

২৯ মিনিটে করিম বেঞ্জেমার গোলটা বাদ দিলে চেলসির চাপই সামলাতে হয়েছে রিয়ালকে। সব মলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৭১তম গোল করে ফেললেন বেঞ্জেমা।

রিয়ালের বিরুদ্ধে প্রথম দফায় ড্র করে অ্যাডভান্টেজে চেলসি
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Apr 28, 2021 | 2:06 PM

রিয়াল মাদ্রিদ-১ : চেলসি-১ (বেঞ্জেমা ২৯) (পুলিসিচ ১৪)

ম্যাচের একেবারে শুরুতে যদি কুর্তোয়াঁর হাতে সরাসরি শটটা না মারতেন টিমো ওয়ার্নার, তা হলে হয়তো পরিস্থিতি অন্যরকম হত। তাতেও যে খুব একটা অস্বস্তি আছে, তা নয়। বরং চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে রিয়ালের ঘরের মাঠে গিয়ে ১-১ ড্র করায় অ্যাডভান্টেজে চেলসি।

গত ৮টা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বাইরের ম্যাচে চেলসি কখনও জিততে পারেনি। হয় হার, না হলে হার। এ বারও সেটা হল না ঠিকই, কিন্তু রিয়ালের বিরুদ্ধে ফিরতি ম্যাচে থমাস তুচেলের টিম আরও আগ্রাসী হযে নামতে পারবে। ম্যাচের শুরুতে না হলেও ১৪ মিনিটে অবশ্য চেলসি ১-০ এগিয়ে ক্রিশ্চিয়ান পুলিচিসের গোলে। পুলিসিচ প্রথম কোনও আমেরিকান ফুটবলার, যিনি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ম্যাচ খেললেন। আর তাই আবার গোলের ফ্রেমে বাঁধিয়ে রাখলেন।

সুপার লিগ বিতর্কের জন্য এমনিতে চাপে জিনেদিন জিদানের টিম। ১২ টিম জোট তৈরি করলেও মাত্র সরে গিয়েছে ৮টা টিম। সুপার লিগ যে হবে না, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু জোট থেকে বেরিয়ে না এলে শাস্তির মুখ পড়তে হতে পারে রিয়ালকে। নানা গুঞ্জনের মধ্যে শেষ চারের প্রথম দফার ম্যাচে নিজেদের সে ভাবে মেলে ধরতে পারলেন না মদ্রিচ, কার্ভাজালরা। ২৯ মিনিটে করিম বেঞ্জেমার গোলটা বাদ দিলে চেলসির চাপই সামলাতে হয়েছে রিয়ালকে। সব মলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৭১তম গোল করে ফেললেন বেঞ্জেমা।

ম্যাচের পর জিদান মেনে নিয়েছেন, ‘প্রথমার্ধে অনেক বেশি চাপে ছিল টিম। বিরতির পর কিছুটা হলেও খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। চেলসি অত্যন্ত দ্রুত একটা টিম। শুরুটাও ওরা চমৎকার করেছিল। এই কারণেই চেলসি সেমিফাইনালে পৌঁছেছে। দ্বিতীয়ার্ধে আমরা কিছুটা ভালো খেলেছি।’ একই সঙ্গে জিদান মনে করিয়ে দিয়েছেন, ‘সেমিফাইনালের সবে প্রথম ম্যাচটা হল। আমরা এখনও লড়াইয়ে আছি।’

আরও পড়ুন:IPL 2021: এত খারাপ বায়ো বাবল দেখিনি, তীব্র সমালোচনা জাম্পার

থমাস তুচেল দায়িত্ব নেওয়ার পর থেকে চেলসি দারুণ পারফর্ম করছে। মরিনহো, সিমিওনে, ক্লপ, আন্সেলোত্তি, গুয়ার্দিওলার বিরুদ্ধে হারেননি। এ বার সেই তালিকায় যোগ হল জিদানের নামও। বিশ্বের সেরা ছয় কোচের বিরুদ্ধে এমন অসাধারণ ট্র্যাক রেকর্ডের পরও তুচেল সতর্ক। ‘টিম সত্যিই ভালো খেলেছে। আমি খুশি। তবে, এখানেই খেলাটা শেষ হয়ে যাচ্ছে না। আমাদের ফাইনালে পৌঁছতে হলে আরও একটা ম্যাচে সেরা দিতে হবে। এটা প্লেয়াররাও খুব ভালো করে জানে।’