AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal vs Mohun Bagan: সুপার কাপে ফের কলকাতা ডার্বি, একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান

Super Cup 2025-26: ভারতীয় ফুটবল প্রেমীরা শুরুতে ডুরান্ড কাপ দেখার সুযোগ পেয়েছে। যদিও আসল প্রত্যাশা আইএসএল নিয়েই। আপাতত সুপার কাপে মনযোগ ক্লাবগুলির। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় টুর্নামেন্ট শুরুর। মোহনবাগান ও ইস্টবেঙ্গল একই গ্রুপে থাকায় উন্মাদনা আরও বাড়ছে।

East Bengal vs Mohun Bagan: সুপার কাপে ফের কলকাতা ডার্বি, একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Sep 25, 2025 | 6:31 PM
Share

ইন্ডিয়ান সুপার লিগ কবে শুরু হবে, তা নিয়ে পরিষ্কার বার্তা এখনও অবধি নেই। সুপার কাপ দিয়ে এ বার ঘরোয়া ফুটবল মরসুম শুরু হবে আগেই জানিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অপেক্ষা ছিল এর ড্র হওয়ার। ভারতীয় ফুটবল প্রেমীরা শুরুতে ডুরান্ড কাপ দেখার সুযোগ পেয়েছে। যদিও আসল প্রত্যাশা আইএসএল নিয়েই। আপাতত সুপার কাপে মনযোগ ক্লাবগুলির। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় টুর্নামেন্ট শুরুর। মোহনবাগান ও ইস্টবেঙ্গল একই গ্রুপে থাকায় উন্মাদনা আরও বাড়ছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর শুরু সুপার কাপ। এ বার টুর্নামেন্ট হবে গোয়ায়। মোট ১৬টি দল অংশ নেবে। ওড়িশা এফসি ছাড়া আইএসএলের সব টিমই খেলবে সুপার কাপে। এ ছাড়াও আই লিগের টিম রয়েছে। ৩১ অক্টোবর বহুপ্রতিক্ষীত কলকাতা ডার্বি। গ্রুপ পর্বের খেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। পূর্ণ সূচি অবশ্য প্রকাশ করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আশা করা যায়, শীঘ্রই সুপার কাপের পূর্ণ সূচি প্রকাশ্যে আসবে।

সুপার কাপের ড্র

গ্রুপ এ- মোহনবাগান সুপার জায়ান্ট, চেন্নায়িন এফসি, ইস্টবেঙ্গল, রিয়াল কাশ্মীর

গ্রুপ বি-এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ইন্টার কাশী

গ্রুপ সি-বেঙ্গালুরু এফসি, মহমেডান স্পোর্টিং ক্লাব, পঞ্জাব এফসি, গোকুলাম কেরালা

গ্রুপ ডি-মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড