Cristiano Ronaldo-Erling Haaland: রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন হালান্ড, জিতল সিটি

English Premier League: ইপিএলে এ দিন উলভসকে ৩-০ ব্যবধানে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। তিনটি গোলই করলেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগে এটি তাঁর চতুর্থ হ্যাটট্রিক।

Cristiano Ronaldo-Erling Haaland: রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন হালান্ড, জিতল সিটি
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2023 | 10:32 PM

ম্যাঞ্চেস্টার : সমালোচনার জবাবে হ্যাটট্রিক। প্রিমিয়ার লিগে প্রথম বছরেই নজিরের পর নজির। আর্লিং হালান্ড আরও একটি রেকর্ড গড়লেন। ভেঙে দিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড। ইপিএলে এ দিন উলভসকে ৩-০ ব্যবধানে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। তিনটি গোলই করলেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগে এটি তাঁর চতুর্থ হ্যাটট্রিক। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রিমিয়ার লিগ কেরিয়ারে তিনটি হ্যাটট্রিক করেছিলেন। আর্লিং হালান্ড কয়েক মাসের মধ্যেই সেই রেকর্ড ভেঙে দিলেন। এ বারের প্রিমিয়ার লিগে আরও নজির গড়লেন গোল্ডেন বুটের দৌড়ে থাকা সিটির তারকা হালান্ড। গত কয়েক ম্যাচ ধরেই সমালোচনার শিকার আর্লিং হালান্ড ও ম্যান সিটি। পেপ গুয়ার্দিওলার দল যেন তারই জবাব দিল। বিস্তারিত TV9Bangla-য়।

দলের পারফরম্য়ান্স হতাশ ছিলেন কোচ পেপও। ফুটবলারদের মধ্যে সেই খিদেটা যেন অনুভব করতে পারছিলেন না। উলভসের বিরুদ্ধে জয়ে সেই অস্বস্তি কিছুটা হলেও কমল। শেষ অবধি ম্যাচটি ওয়ান ম্য়ান শো হয়ে রইল, এমনও বলা যায়। গত ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে থেকেও জিতেছিল সিটি। যদিও প্রথমার্ধে ফুটবলারদের পারফরম্য়ান্স হতাশ করেছিল সমর্থকদেরও। উলভসের বিরুদ্ধেও পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছিল। অবশেষে ৪০ মিনিটে গোলের মুখ খোলে ম্যান সিটি। সৌজন্যে আর্লিং হালান্ড। ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ম্যান সিটি। ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ২-০ করেন হালান্ড। ৪ মিনিটের মধ্যেই হ্য়াটট্রিক পূর্ণ করেন। সবমিলিয়ে ১৪ মিনিটেই খেলার রং বদলে দেন হালান্ড। এ বারের প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই হালান্ডের নামের পাশে ২৫ গোল। সেটিও রেকর্ড। ২০১৮-১৯ থেকে প্রিমিয়ার লিগে এক মরসুমে সর্বাধিক গোল করেছেন যাঁরা, তাঁদের গোলসংখ্যা ২৩টি করে। হালান্ড মাত্র ১৯ ম্যাচেই সেই সংখ্যা পেরিয়ে অনেকটা এগিয়ে গেলেন। যে গতিতে এগোচ্ছেন তাতে প্রিমিয়ার লিগে এক মরসুমে সর্বাধিক রেকর্ডও ভেঙে দিতে পারেন। অ্যান্ড্রু কোল এবং অ্যালান শিয়ারার যুগ্মভাবে তালিকায় শীর্ষে রয়েছেন। দু-জনের গোল সংখ্যা ৩৪।