Mohammedan Sporting: আর বিনিয়োগ নয়… মহমেডানকে চূড়ান্ত বার্তা ইনভেস্টরের
এ বার হঠাৎ করেই বিপাকে পড়ল সাদা-কালো ব্রিগেড। আর কোনও বিনিয়োগ নয়, মহমেডান ক্লাবকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইনভেস্টর শ্রাচী গ্রুপ। এই মুহূর্তে মহমেডান আর শ্রাচী গ্রুপের মধ্যে বিবাদ চরমে।
কলকাতা: মহমেডান (Mohammedan) আছে মহমেডানেই। আইএসএলের (ISL) মতো লিগে খেলছে কলকাতার তিন প্রধানের অন্যতম মহমেডান, তারপরও ক্লাব কর্তাদের গাফিলতির ছবি বেশ স্পষ্ট। এ বার হঠাৎ করেই বিপাকে পড়ল সাদা-কালো ব্রিগেড। আর কোনও বিনিয়োগ নয়, মহমেডান ক্লাবকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইনভেস্টর শ্রাচী গ্রুপ। এই মুহূর্তে মহমেডান আর শ্রাচী গ্রুপের মধ্যে বিবাদ চরমে। শেয়ার না পেলে আর কোনও রকম ইনভেস্ট করবে না শ্রাচী স্পোর্টস। তাদের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে।
ক্লাব আর ইনভেস্টর সমস্যায় বিপাকে মহমেডানের ফুটবলাররাও। এখনও অবধি ২ মাসের বেতন বাকি ফুটবলারদের। ইতিমধ্যেই অনুশীলনও বয়কট করছেন ফুটবলাররা। ২৬ তারিখ মুম্বইয়ের বিরুদ্ধে আইএসএলের ম্যাচ মহমেডানের। সেখানে ফুটবলারদের মাঠে নামা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মাস চারেক আগেই মহমেডানের সঙ্গে মউ চুক্তি করে শ্রাচী গ্রুপ। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও শেয়ার হস্তান্তর করেনি ক্লাব। এই মহমেডানের সঙ্গে শ্রাচীর গাঁটছড়ার পিছনে অবদান ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। সেই ইনভেস্টরের সঙ্গেই এখন বিবাদ চরমে। এই পরিস্থিতিতে আইএসএলের ম্যাচগুলো আর মহমেডান খেলবে কী করে, তা নিয়ে তৈরি হল অনিশ্চয়তা।
মহমেডানের ১০০ শতাংশ শেয়ারের ভাগ দেখলে ক্লাবের শেষ ইনভেস্টর বাঙ্কারহিলের রয়েছে ৩০.৫% শেয়ার। শ্রাচীর ৩০.৫% এবং মহমেডানের ৩৯% শেয়ার। গত বছরের অগস্টে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইনভেস্টর পেয়েছিল মহমেডান। ক্লাবের সঙ্গে মউ চুক্তির ভিত্তিতে এখনও অবধি প্রায় ১৬ কোটি খরচ করেছে শ্রাচী। তারপরও মহমেডান সেই শেয়ার ছাড়েনি। গত ৩-৪ বছর ধরে মহমেডানের বিনিয়োগকারী হিসেবে রয়েছে বাঙ্কারহিল। তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে, এখনও মহমেডান তাদের শেয়ার দেয়নি।
ইনভেস্টর জটিলতা, শেয়ার জটিলতার মধ্য দিয়ে যাওয়া মহমেডানে চরম ডামাডোল চলছে। সম্প্রতি মাত্র ৫ জন ফুটবলার মহমেডানের অনুশীলনে গিয়েছিলেন। এই অবস্থায় প্রায় রোজই ফুটবলারদের সঙ্গে বৈঠক করছেন ক্লাব কর্তারা, কিন্তু তাতে কোনও সুরাহা হচ্ছে না।