ISL, Mohun Bagan: জিতলেই শীর্ষে, কলিঙ্গ স্টেডিয়ামে বদলার ম্যাচে মোহনবাগান
Odisha FC vs Mohun Bagan Super Giant: মোহনবাগান ঘনঘন ম্যাচ খেলছে। সূচি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছিলেন হাবাস। মাঠের পারফরম্যান্সে অবশ্য কোনও অজুহাত তৈরি হতে দিচ্ছেন না। দিমিত্রি পেত্রাতোস, জনি কাউকোরা দুর্দান্ত ছন্দে। ওডিশাকে হারিয়ে বদলা এবং লিগ টেবলে শীর্ষস্থানেই নজর। মোহনবাগানের প্রধান বাধা হয়ে উঠতে পারেন, প্রাক্তনী রয় কৃষ্ণা। তবে প্রথম লেগের মোহনবাগান এবং বর্তমান দলের সঙ্গে বিস্তর ফারাক। সে কারণেই আত্মবিশ্বাসের ঘাটতি নেই সমর্থকদের মধ্যেও।

এক-দুইয়ের মধ্যে নয়, একে থাকাই লক্ষ্য। আন্তোনিও লোপেজ হাবাসের মুখে এই কথাটাই মানায়। দায়িত্ব নেওয়ার পর দলের মানসিকতাই বদলে দিয়েছেন। ইন্ডিয়ান সুপার লিগে গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। এ বার মাঝ পথে খেই হারিয়েছিল। কলিঙ্গ সুপার কাপেও গ্রুপ পর্বে বিদায়। সেই কলিঙ্গ স্টেডিয়ামেই আজ ওডিশা এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক ম্যাচে বেশ কিচু লক্ষ্য রয়েছে সবুজ মেরুনের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মোহনবাগান। সব চেয়ে বেশি তৃপ্তি দিয়েছে হয়তো এফসি গোয়ার মাঠে জয়। এ মরসুমে ঘরের মাঠে গোয়ার কাছে হেরেছিল মোহনবাগান। বদলা সম্পূর্ণ হয়েছে। গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকেও হারিয়েছে। তবে মোহনবাগানের বদলার আরও একটা ম্যাচ আজ। এএফসি কাপে ওডিশার কাছে হেরেই খেই হারিয়েছিল মোহনবাগান। যার ফলে গ্রুপ পর্বেই ছিটকে যেতে হয়। ইন্ডিয়ান সুপার লিগে ওডিশার বিরুদ্ধে ০-২ পিছিয়ে থেকে ড্র করেছিল সবুজ মেরুন। সেই ম্যাচে রেড কার্ডও দেখেছিলেন তৎকালীন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো।
ইন্ডিয়ান সুপার লিগের টেবলে শীর্ষে রয়েছে ওডিশা এফসি। মোহনবাগান গত কাল অবধি দ্বিতীয় স্থানে ছিল। যদিও মুম্বই সিটি এফসি জেতায় তিনে নেমেছে মোহনবাগান। আজ ওডিশাকে হারাতে পারলেই শীর্ষস্থানে উঠে আসবে মোহনবাগান। লক্ষ্য সেটাই। ওডিশা এফসির শেষ ম্যাচ ছিল এফসি গোয়ার বিরুদ্ধে। মাঝে দীর্ঘ বিশ্রাম পেয়েছেন ওডিশা এফসি ফুটবলাররা।
মোহনবাগান ঘনঘন ম্যাচ খেলছে। সূচি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছিলেন হাবাস। মাঠের পারফরম্যান্সে অবশ্য কোনও অজুহাত তৈরি হতে দিচ্ছেন না। দিমিত্রি পেত্রাতোস, জনি কাউকোরা দুর্দান্ত ছন্দে। ওডিশাকে হারিয়ে বদলা এবং লিগ টেবলে শীর্ষস্থানেই নজর। মোহনবাগানের প্রধান বাধা হয়ে উঠতে পারেন, প্রাক্তনী রয় কৃষ্ণা। তবে প্রথম লেগের মোহনবাগান এবং বর্তমান দলের সঙ্গে বিস্তর ফারাক। সে কারণেই আত্মবিশ্বাসের ঘাটতি নেই সমর্থকদের মধ্যেও।
ওডিশা এফসি বনাম মোহনবাগান, বিকেল ৫টা, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, জিও সিনেমায় স্ট্রিমিং





