Manchester United: টিমকে এক সপ্তাহ ছুটি, গুঞ্জন বাড়িয়ে নরওয়ে ফিরলেন সোল্কজায়ের
গত ১২টা ম্যাচের মধ্যে ৬টাতেই হেরেছেন সোল্কজায়ের (Solskjaer)। নরওয়ের কোচকে নিয়ে ক্লাবেও অসন্তোষ রয়েছে। তবে, ক্লাবের তরফে একটি সূত্র থেকে জানা যাচ্ছে, দুটো বড় টিমের কাছে হারলেও এখনই কোচ বদলের কথা ভাবছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) প্রশাসন।
লন্ডন: সোল্কজায়েরের (Solskjaer) কি চাকরি যাচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন ঝাঁপিয়ে পড়ছে মিডিয়া, তখন পুরো টিমকে এক সপ্তাহের ছুটি দিয়ে দিলেন নরওয়ের (Norway)। শুধু তাই নয়, তিনি নিজে পরিবারের কাছে নরওয়েতে গিয়েছেন, ছুটি কাটানোর জন্য। যা বেশ অবাক করার মতো ঘটনা। লিভারপুলের কাছে ০-৫ হারের পর ম্যাঞ্চেস্টার ডার্বিতেও সিটির কাছে ০-২ হেরেছে টিম। প্রথম গোল আবার ছিল আত্মঘাতী। আর তারপর থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের (Ronaldo) কোচকে নিয়ে তীব্র গুঞ্জন, ক্লাব তাঁকে রাখছে না। এই পরিস্থিতিতে টিমকে এক সপ্তাহের ছুটি দিয়ে দেওয়া কিন্তু স্বাভাবিক ঘটনা নয়।
রোনাল্ডো থেকে শুরু করে টিমের অধিকাংশ প্লেয়ার প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য জাতীয় টিমে ফিরেছেন। এই সময় ইপিএলের (EPL) কোনও ম্য়াচও নেই। তবু যে টিম জয় খুঁজে বেড়াচ্ছে, একের পর এক হার চাপ বাড়িয়ে দিচ্ছে, সেই টিমের কোচ কেন ছুটি দিয়ে দেবেন বাকি ফুটবলারদের? তা হলে কি সোল্কজায়ের বুঝে গিয়েছেন, তাঁর মেয়াদ ফুরিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডে?
শনিবার পেপ গুয়ার্দিওলার টিমের কাছে হারের পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিপুল অর্থ খরচ করে রোনাল্ডোকে এনেও টিম সাফল্য খুঁজে পাচ্ছে না। টিমের প্রাক্তন ফুটবলাররা সোল্কজায়েরের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এই পরিস্থিতিতে কোচ আরও বেশি প্র্যাক্টিসমুখী হবে, সেটাই প্রত্যাশা করে সবাই। কিন্তু ক্যারিংটনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্রেনিং মাঠে কোনও ফুটবলারকেই দেখা যায়নি। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করতেই সোল্কজায়েরকে লন্ডন বিমানবন্দরে দেখা গিয়েছে। স্ত্রী সিলজে ও দুই ছেলে নোয়া, এলিজাকে নিয়ে নরওয়ের বিমান ধরেছেন তিনি।
গত ১২টা ম্যাচের মধ্যে ৬টাতেই হেরেছেন সোল্কজায়ের। নরওয়ের কোচকে নিয়ে ক্লাবেও অসন্তোষ রয়েছে। তবে, ক্লাবের তরফে একটি সূত্র থেকে জানা যাচ্ছে, দুটো বড় টিমের কাছে হারলেও এখনই কোচ বদলের কথা ভাবছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রশাসন। তাঁকে আরও কিছুটা সময় দিতে চাইছেন কর্তারা। কিন্তু এই সময়ের মধ্যে রোনাল্ডোদের আগামী ম্যাচগুলোর ফলাফল বদলে যাবে, এমন ভাবারও কোনও কারণ নেই। অন্তত সোল্কজায়েরের সমালোচকরা স্পষ্টই বলে দিচ্ছেন, ক্লাবের ভাগ্য ফেরাতে হলে নতুন কাউকে কোচ হিসেবে দরকার।
আরও পড়ুন : World Cup Qualifiers 2022: ক্লাব বনাম দেশ বিতর্কের মাঝেই অনুশীলনে মেসি