আইএসএলের সেরা অরিন্দমই : সঞ্জয় সেন
আইএসএলের ২০ ম্যাচের মধ্যে ১২টিতে নিজের গোল অক্ষত রাখতে চান অরিন্দম ভট্টাচার্য।
সঞ্জয় সেন বলছেন, “গত মরসুমের থেকেও যেন ভালো লাগছে অরিন্দমকে। গুরপ্রীত, অমরিন্দর, সুব্রত পালের কথা মাথায় রেখেও বলছি, পারফরম্যান্সের বিচারে এই মুহূর্তে আইএসএলের সেরা কিপার অরিন্দমই।”
মঙ্গলবার এটিকে মোহনবাগান গোলের নীচে দুর্ভেদ্য হয়ে ওঠা অরিন্দমও মানছেন যে চেন্নাইয়ের বিরুদ্ধে পারফরম্যান্স এই মরসুমে তাঁর অন্যতম সেরা। চেন্নাইয়ান ম্যাচের সেরার পুরস্কার মা অন্তরা ভট্টাচার্যকে উৎসর্গ করছেন অরিন্দম। তারকা গোলকিপার বলছেন, “বুধবার আমার মা-র জন্মদিন ছিল। মঙ্গলবার রাতে হোটেলে ফিরে মা-র জন্মদিনের কেক কাটা দেখেছি ভিডিও কলে।তখনই মা-কে বলেছি,আমি তো বাড়িতে নেই।সেরার পুরস্কারটা গোয়া থেকেই তোমাকে উপহার হিসাবে পাঠাচ্ছি। বাবা মারা যাওয়ার পর মা-ই তো আমার অনুপ্রেরণা।”
আইএসএলের ৮ ম্যাচের মধ্যে ৬টাতে গোল হজম করেননি অরিন্দম। করেছেন ২৪টা সেভ। সামনে শুধু রেহনেশ। অরিন্দম বলছেন, “এবার আমার লক্ষ্য ২০ ম্যাচের মধ্যে ১২টিতে নিজের গোল অক্ষত রাখা। সবেমাত্র অর্ধেক রাস্তা পেরিয়েছি। আরও অনেক পথ বাকি।”
আরও পড়ুন:সিডনি টেস্টে ভারতীয় দলে একাধিক পরিবর্তন?
বছরের শেষ ম্যাচে চেন্নাইয়ের কাছে আটকে গেলেও তাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ সঞ্জয় সেন। বরং লিগ টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করাই গুরুত্ব পাচ্ছে তাঁর কাছে। আই লিগ জয়ী কোচ পরিষ্কার বলছেন, “ম্যারাথন লিগে সব ম্যাচ জেতা সম্ভব নয়। শূন্য পয়েন্টের থেকে এক পয়েন্ট সব সময় ভালো।” তবে সঞ্জয়ের দাবি, প্রথমার্ধে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে এটিকে মোহনবাগানকে।