নর্থ ইস্ট থেকে লাল-হলুদে ফিরছেন শুভাশিস
প্রস্তুতি ম্যাচে জামশেদপুর এফসির রিজার্ভ দলকে ৩-১ গোলে হারাল লাল-হলুদের রিজার্ভ দল।
TV9 বাংলা ডিজিটাল: বছর শেষে এখনও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের। লিগ তালিকায় দশ নম্বরে ফাউলারের দল। তবে বছর শেষে প্রস্তুতি ম্যাচে জয় পেল লাল-হলুদ। বুধবার প্রস্তুতি ম্যাচে জামশেদপুর এফসির রিজার্ভ দলকে ৩-১ গোলে হারাল এসসি ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। যারা প্রথম একাদশে খেলার সুযোগ পাচ্ছেন না,তাদের দেখে নিলেন ফাউলার। জোড়া গোল করলেন হরমনপ্রীত সিং। একটা গোল নারায়ণ দাসের।
কোয়ারেন্টিন পর্ব কাটল লাল-হলুদের নতুন বিদেশি ব্রাইটের। বুধবার হোটেলেই জিম করলেন নাইজেরীয় স্ট্রাইকার। বৃহস্পতিবারই মাঠে নেমে পড়ছেন উইগান,উলভসের মত ক্লাবে খেলে আসা তরুণ এই স্ট্রাইকার। রবিবার ওড়িশার বিরুদ্ধে ব্রাইটকে মাঠে নামাতে মরিয়া লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন:দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন আজহার
অঙ্কিত মুখার্জির পর গোলকিপার শুভাশিস রায়চৌধুরীকেও দলে নিতে চলেছে লাল-হলুদ। বাঙালি গোলকিপার নিজেও ইস্টবেঙ্গলে যোগ দিতে আগ্রহী। নর্থ ইস্টের সঙ্গে চুক্তি ভঙ্গ করে সম্ভবত ১৮ মাসের চুক্তিতে লাল-হলুদে আসতে চলেছেন বর্ষীয়ান এই গোলকিপার। একজন তরুণ মিডফিল্ডারের খোঁজেও রয়েছে এসসি ইস্টবেঙ্গল।