বছর শেষে আইএসএলে রুদ্ধশ্বাস জয় এফসি গোয়ার
আইএসএলে দুরন্ত জয় এফসি গোয়ার। ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ইগর অ্যাঙ্গুলোরা। হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএলের তালিকায় ৩ নম্বরে উঠে এল গোয়া। ইনজুরি টাইমে গোল করে গোয়ার জয়ের নায়ক স্প্যানিশ অ্যাঙ্গুলো।
Most Read Stories