ফের পয়েন্ট নষ্ট বার্সেলোনার,লিগ তালিকার ৬ নম্বরে মেসিরা

এইবারের কাছে আটকে গিয়ে লিগ তালিকার ৬ নম্বরে বার্সেলোনা।

ফের পয়েন্ট নষ্ট বার্সেলোনার,লিগ তালিকার ৬ নম্বরে মেসিরা
গ্যালারিতে বসে বার্সেলোনার পয়েন্ট নষ্ট দেখলেন মেসি। ছবি-বার্সেলোনা।
Follow Us:
| Updated on: Dec 30, 2020 | 2:34 PM

TV9 বাংলা ডিজিটাল: ডিসেম্বরেই খেতাব জয়ের আশা প্রায় ছাড়তে চলেছেন বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোয়েম্যান। মেসিকে ছাড়া লা লিগার ম্যাচে এইবারের কাছে আটকে যেতে হয় কাতালান ক্লাবকে। ১-১ গোলে শেষ হয় দু দলের ম্যাচ। তারপরই মেসিদের হেডস্যার বলছেন,এই মরসুমে তাদের খেতাব জয়ের সম্ভাবনা খুবই কম। লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ৭ পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা।

মঙ্গলবার রাতে চোটের কারণে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকাকে ছাড়া লিগ তালিকার তলার দিকে থাকা এইবারের বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে আনতে ব্যর্থ কোয়েম্যানের দল। খেলার শুরুর দিকে পেনাল্টি নষ্ট করেন মার্টিন ব্রেথওয়েট। ৫৭ মিনিটে কিকে গার্সিয়ার গোলে লিড নেয় এইবার। ঘরের মাঠে বার্সেলোনার মুখরক্ষা করেন পরিবর্ত ফুটবলার দেম্বেলে। গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হয় কোয়েম্যানের দলকে।

আরও পড়ুন:শাস্ত্রীয় দর্শন: সিডনিতেও ৫ বোলারে নামবে ভারত

মঙ্গলবার রাতে ড্র করে লিগ তালিকার ছয় নম্বরে নেমে এল বার্সেলোনা। খেলার শেষে বার্সা কোচ কোয়েম্যান স্বীকার করে নিচ্ছেন যে, “ফুটবলে কিছুই অসম্ভব নয়। তবে বাস্তবে ছবি দেখলে বলতেই হবে খেতাব জেতা খুবই কঠিন। লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকো দারুণ ছন্দে আছে। খুব বেশি গোলও হজম করেনি তারা।”