Sergio Ramos: ‘দুর্ভাগ্যবশত, বাড়িতে বসেই বিশ্বকাপ দেখতে হবে…’
FIFA World Cup 2022: নিজে খেলতে পারবেন না। তবে জাতীয় দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ব়্যামোস। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শীঘ্রই দেখা হবে এবং তাঁদের থেকে ভালো ফলই আশা করছেন এই স্প্যানিশ তারকা।
মাদ্রিদ : অপেক্ষায় ছিলেন ডাক আসবে। কিন্তু শেষ অবধি তা আসেনি। এরপরই আবেগঘন এক বার্তা দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার সের্গিও ব়্যামোস (Sergio Ramos)। ২০১০ সালে বিশ্বকাপ (FIFA World Cup 2022) জিতেছিল স্পেন। সেই দলের একমাত্র সদস্য হিসেবে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) স্কোয়াডে জায়গা পেয়েছেন মিডফিল্ডার সের্গিও বুস্কেতস। স্পেনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল ব়্য়ামোসেরও। স্পেনের কোচ লুইস এনরিকে মূলত তারুণ্য়েই জোর দিয়েছেন। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড ডি হিয়ারও। যা অনেককেই অবাক করেছে। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন ব়্যামোস। কী বলেছেন তিনি? তুলে ধরল TV9Bangla।
কাতার বিশ্বকাপের বাকি আর কয়েকটা দিন। লুইস এনরিকের প্রাথমিক তালিকায় নাম থাকলেও শেষ অবধি মূল স্কোয়াডে জায়গা হয়নি ব়্যামোসের। সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করে ব়্যামোস লিখেছেন, ‘বিশ্বকাপ। সেরা স্বপ্নগুলির মধ্যে অন্যতম এটি। আরও এক বার খেলার সুযোগ পেলে স্বপ্ন পূরণ হত। সুযোগ পেলে এটি আমার পঞ্চম বিশ্বকাপ হত। দুর্ভাগ্য়বশত, আমাকে বাড়িতে বসেই বিশ্বকাপ দেখতে হবে।’ রিয়াল মাদ্রিদের প্রাক্তন সেন্টারব্যাক এখন খেলেন পিএসজি-তে। ক্লাবে তাঁর সতীর্থ মেসি, নেইমার, এমবাপে সকলেই নিজেদের দেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। পিএসজি-তে প্রথম মরসুমে চোটের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই মাঠের বাইরে কাটাতে হয়েছে। দ্বিতীয় মরসুমে অনবদ্য় খেলছেন।
View this post on Instagram
ক্লাবে ভালো পারফরম্যান্স করার পরও শেষ মুহূর্তে কাতারের বিমানে সুযোগ না পাওয়া প্রসঙ্গে ব়্যামোস বলছেন, ‘গত মরসুম আমার জন্য় খুব কঠিন ছিল। নতুন ক্লাব, নতুন শহরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল। তার উপর চোট আঘাতে জর্জরিত ছিলাম। ফিট হয়ে ওঠার জন্য় মরিয়া চেষ্টা করেছিলাম। শেষ অবধি পুরনো আমিকে খুঁজে পেয়েছি। যে লক্ষ্যে নতুন ক্লাবে সই করেছিলাম, সেটা করতে পারছি।’ বিশ্বকাপের স্কোয়াডে ডাক না পেলেও নেতিবাচক ভাবনার ভিড় করতে দিচ্ছেন না। ব়্যামোসের কথায়, ‘আমি ভাগ্য়বাণ, এখন অন্তত বলতে পারি, এই মরসুমে আগের মতোই ভরসা দেওয়ার পারফরম্য়ান্স করতে পারছি। আমি খেলাটাকে উপভোগ করতে পারছি। ক্লাব এবং প্যারিসের পরিবেশও উপভোগ করছি। বিশ্বকাপে সুযোগ না পাওয়াটা বেদনাদায়ক। তবে প্রতিটা দিন নতুন সূর্য উঠবে। আমার জন্য কোনও কিছু বদলাবে না। আমি খেলাটাকে একইরকম ভাবে উপভোগ করব।’
নিজে খেলতে পারবেন না। তবে জাতীয় দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ব়্যামোস। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শীঘ্রই দেখা হবে এবং তাঁদের থেকে ভালো ফলই আশা করছেন এই স্প্যানিশ তারকা।