FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে হামলার ছক আইসিসের?

Terrorism: স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজন-এর প্রতিবেদন মোতাবেক, তাদের কাছে টেলিগ্রাম চ্যানেলে আইসিস সমর্থকদের মেসেজের কিছু তথ্য রয়েছে। যেমন তারা লিখেছে, 'সেখানে অনেক উদ্দেশ্য সফল হতে পারে। কেন না, সারা বিশ্বের বহু দেশ বিশ্বকাপে অংশ নেবে।

FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে হামলার ছক আইসিসের?
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2022 | 3:02 AM

মাদ্রিদ : কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) আগে চাঞ্চল্যকর দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের। কাতারে হামলার ছক কষছে ইসলামিক স্টেট (আইসিস দায়েস) এর সমর্থকরা! এমনটাই দাবি স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজন-এর। টেলিগ্রাম চ্যানেল (হোয়াটসঅ্যাপের মতোই বার্তা প্রেরণকারী অ্যাপ) এর মাধ্যমে তারা এই পরিকল্পনা গড়ছে বলে দাবি। ৩২টি দল অংশ নেবে কাতার ফুটবল বিশ্বকাপে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে অংশ নিতে সারা বিশ্বের সমর্থকরাও উপস্থিত থাকবেন। হামলার জন্য এটাই ‘সুবর্ণ সুযোগ’ বলে মনে করছে আইসিসের (ISIS) কিছু সমর্থক। তাদের মূল লক্ষ্য বেলজিয়াম, কানাডা এবং ফ্রান্সের মতো দেশগুলি। কী জানা যাচ্ছে, সেই প্রতিবেদনে? তুলে ধরল TV9Bangla

স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজন-এর প্রতিবেদন মোতাবেক, তাদের কাছে টেলিগ্রাম চ্যানেলে আইসিস সমর্থকদের মেসেজের কিছু তথ্য রয়েছে। যেমন তারা লিখেছে, ‘সেখানে অনেক উদ্দেশ্য সফল হতে পারে। কেন না, সারা বিশ্বের বহু দেশ বিশ্বকাপে অংশ নেবে। সেখানে বড় রকমের জমায়েত হবে। আমরাও একজন অংশগ্রহণকারী হওয়ার এবং গোল করার চেষ্টা করব।’ তাদের আরও চাঞ্চল্যকর দাবি, আইসিস ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়ার পরিকল্পনা করছে। লা রাজন-এর দাবি, ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। বিশ্বকাপেও সেই প্রক্রিয়া নেওয়া হোক এবং কাতার বিশ্বকাপে গোল করার চেষ্টা হোক। গোল বক্স প্রহরিহীন রয়েছে।’ টেলিগ্রাম চ্যাট বক্সে দুটি ইনফোগ্রাফিক্স পোস্ট করেছে জনৈক আইসিস সমর্থকরা। ছবিতেই স্পষ্ট যে, এক দিকে রয়েছে আইসিস বিরোধী আন্তর্জাতিক দেশগুলি, অপর দিকে রয়েছে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলির নাম। এ বার তোমরাই বেছে নাও কাকে ‘সমর্থন’ করবে, চাঞ্চল্য়কর বার্তা টেলিগ্রাম ব্য়াবহারকারীর।

বারংবার কাতারের সঙ্গে ইরানের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ইতি পূর্বে আল কায়দা এবং তালিবানের মতো সন্ত্রাসবাদী সংগঠনের কার্যকলাপ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কাতারকে। কাতারের প্রাক্তন প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম, যিনি ‘এইচবিজে’ নামেও পরিচিত, তিনি গত জুনে এক সংবাদমাধ্যমে সাফ জানিয়েছিলেন যে, সিরিয়ার আল কায়দা এবং কাতার সরকারের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ যোগাযোগ’ থাকলেও থাকতে পারে।

বিশ্বকাপ শুরুর প্রাক্কালে এমন চাঞ্চল্যকর খবরে স্বভাবতই আতঙ্ক বাড়ছে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ এবং সমর্থকদের মধ্যে। অবিলম্বে নিরাপত্তামূলক ব্যবস্থা না নিলে, বড়সড় দূর্ঘটনাও ঘটে যেতে পারে, সে সম্পর্কে আগে ভাগেই সতর্ক করছে ওয়াকিবহাল মহল।