Birbhum: অন্ধকার নামলেই ছাদে ধুপ-ধাপ শব্দ, উঠলে আর দেখা যাচ্ছে না কাউকে, সন্ধে নামলেই ভয়ে সিঁটিয়ে থাকছে বিদেশি পাড়া
Birbhum: এলাকাবাসীরা খবর দিয়েছিল সিউড়ি থানায়। পুলিশ মাঝে মাঝে গিয়ে ঘুরে যাচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। কিন্তু তাতেও ভরসা রাখতে পারছে না এলাকার বাসিন্দারা।
বীরভূম: রাত হলেই আতঙ্ক ছড়াচ্ছে বীরভূমরে গ্রামে। সূর্য ডোবার অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাচ্ছে এক অদ্ভুত শব্দ। শব্দের চোটে ঘুম উড়েছে গ্রামবাসীদের। সবথেকে বেশি আতঙ্কের বিষয় হল, ছাদে উঠে ওই শব্দের উৎস খুঁজতে গেলে আর কারও দেখা পাওয়া যাচ্ছে না। তাই সন্ধ্যা নামলেই আর বাড়ির বাইরে বেরতে সাহস পাচ্ছেন না মহিলারা। বীরভূমের বিদেশি পাড়ার ঘটনা। লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন গ্রামের মানুষ।
অজানা প্রাণী নাকি চোর! এই আতঙ্কে ঘুম উড়েছে সিউড়ির বিদেশি পাড়ার বাসিন্দাদের। রাত পাহারা দিলেও গত কয়েকদিনে দেখা পাওয়া যায়নি কারও। এলাকাবাসীরা খবর দিয়েছিল সিউড়ি থানায়। পুলিশ মাঝে মাঝে গিয়ে ঘুরে যাচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। কিন্তু তাতেও ভরসা রাখতে পারছে না এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, চোর না ডাকাত, নাকি অন্য কিছু, সেটা বোঝা যাচ্ছে না। রাতের অন্ধকারে ছাদের ওপর শব্দ শুনতে পাচ্ছে প্রত্যেকটা বাড়ির মানুষ। ছাদে উঠে দেখা যাচ্ছে কিছুই নেই। এক বাসিন্দা বলেন, “পাড়ার সমস্ত জায়গায় একসঙ্গে একই শব্দ শুনে আতঙ্কিত আমরা।” তবে পাড়ায় এখনও পর্যন্ত কারও বাড়িতে কোনও কিছু চুরি যায়নি। এই শব্দ শোনা যাচ্ছে প্রায় ৮ থেকে ১০ দিন ধরে। পাড়ার ছেলেরা রাস্তায় ঘুরে বেড়ালেও দেখা মেলেনি কারও।