FIFA World Cup 2022: বিমান বিভ্রাটে প্র্যাক্টিস মিস নেইমারদের
Brazil: ব্রাজিল দলে সামান্য হলেও চিন্তা রয়েছে মারকুইনোসকে নিয়ে। পিএসজির শেষ ম্যাচে অক্সেরের বিরুদ্ধে খেলেননি মারকুইনোস। তাঁর কাফ মাসলে চোট রয়েছে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর। ফলে অনেকটাই সময় রয়েছে।
তুরিন : লক্ষ্য কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি পৌঁছে গিয়েছেন আবু ধাবিতে। দলের সঙ্গে যোগও দিয়েছেন। সেখানে আরব আমিরশাহির বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। তবে পিএসজির আর এক তারকা নেইমার বিমান বিভ্রাটে পড়লেন। কাতার বিশ্বকাপের আগে ব্রাজিল (Brazil) বেস ক্যাম্প করেছে ইতালির শহর তুরিনে। ব্রাজিল কোচ তিতে সহ অনেক প্লেয়ারই তুরিনে পৌঁছে গিয়েছেন। রবিবার ম্যাচ খেলে সোমবার তুরিনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল নেইমার, মারকুইনোসদের। আগামী এক সপ্তাহ তুরিনে জুভেন্টাসের মাঠে অনুশীলন সারবে ব্রাজিল ফুটবল দল। এ দিন থেকেই অনুশীলন শুরু করে দিল ব্রাজিল। যদিও নেইমার-মারকুইনোস প্রথম অনুশীলন সেশনে যোগ দিতে পারলেন না। ব্রাজিল শিবিরের হাল তুলে ধরল TV9Bangla।
ব্রাজিল ফুটবল সংস্থার পক্ষ থেকে যে সূচি দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১টার মধ্যে ব্রাজিল স্কোয়াডের ২৬ সদস্যেরই পৌঁছে যাওয়ার কথা ছিল। পিএসজির দুই তারকা অবশ্য পৌঁছাতে পারেননি। প্যারিস থেকে তুরিন যাওয়ার বিমান বিভ্রাটে পড়েন তাঁরা। বিমান পরিবর্তন করতে হয়। সে কারণেই অনেকটা দেরী হয় নেইমার-মারকুইনোসের। প্রথম দিনের অনুশীলনও মিস করে তাঁরা। বাকি ২৪ জন্য ইতিমধ্যেই তুরিনে দলের সঙ্গে যোগ দিয়েছেন। নেইমার ও মারকুইনোস পরে দলের সঙ্গে যোগ দিলেও প্র্যাক্টিস মিস করেন।
ব্রাজিল দলে সামান্য হলেও চিন্তা রয়েছে মারকুইনোসকে নিয়ে। পিএসজির শেষ ম্যাচে অক্সেরের বিরুদ্ধে খেলেননি মারকুইনোস। তাঁর কাফ মাসলে চোট রয়েছে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর। ফলে অনেকটাই সময় রয়েছে। প্রথম দিনের অনুশীলনে নজরকাড়া গোল করেন রাফিনহা। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর প্রশ্নের মুখে পড়েছিলেন কোচ তিতে। ৩৯ বছরের দানি আলভেসকে কেন নেওয়া হয়েছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপে ছেয়ে যায়। তিতেও সাংবাদিক সম্মেলনে মোক্ষম জবাব দিয়েছিলেন। তুরিনে প্রথম দিনের অনুশীলনে নজর কাড়লেন দানি আলভেস। কোচ তাঁর উপর ভরসা রেখে যে ভুল করেননি, প্রথম দিনে এটুকু অন্তত বুঝিয়ে দিলেন দানি আলভেস।