Australian Open 2025: ইগার বিরুদ্ধে অবিশ্বাস্য জয়! মেয়েদের ফাইনালে সাবালেঙ্কার মুখে ম্যাডিসন
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসের এক সেমিফাইনালে হট ফেভারিট ছিলেন পোলিশ তারকা ইগা সোয়াতেক। তাতে কী, ছন্দে ফিরে স্বপ্নপূরণ করে গেলেন ম্যাডিসন কিজ়।
কলকাতা: দু’রকম ছবি দু’দিকে। দুইই বেশ মন ছুঁয়ে যাওয়া। সেমিফাইনালের পর আরিনা সাবালেঙ্কা হাসতে হাসতে বলেছেন, ‘আশা করি পাওলা আমার বন্ধুই থাকবে। ওকে প্রমিস করেছি, শপিং করাতে নিয়ে যাব। যা ইচ্ছে হয় ওর, কিনে দেব।’ আর অন্য দিকে? শেষ পাঁচটা পয়েন্টের চারটে পুরলেন পকেটে। শুরুটা একেবারেই ছিল না তাঁর। কিন্তু শেষ ভালো যে করে ফেলবেন, কে জানত! হট ফেভারিট ছিলেন প্রতিপক্ষ ইগা সোয়াতেক। তাতে কী, ছন্দে ফিরে স্বপ্নপূরণ করে গেলেন ম্যাডিসন কিজ়।
চুম্বকে এই হল মেলবোর্ন পার্কের বৃহস্পতিবারের গল্প। আগের দুটো বছরও ট্রফি বাড়ি নিয়ে গিয়েছিলেন সাবালেঙ্কা। এ বারও সেই পথে হাঁটতে চান। গত শতাব্দীর একেবারে শেষে, ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে হ্যাটট্রিকের অবিস্মরণীয় রেকর্ড করে বসে আছেন মার্টিনা হিঙ্গিস। এই শতাব্দীতে হ্যাটট্রিকের দরজায় পৌঁছে গেলেন সাবালেঙ্কা। যদি ম্যাডিসনকে হারাতে পারেন, তা হলে কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি করবেন। বেলারুসের মেয়ে কিন্তু ইতিহাসে নাম লেখানোর জন্য তৈরি। কিন্তু ম্যাডসনকে যে হালকা নেওয়া যাবে না। ২০০৯ সালে পেশাদার হয়েছিলেন মার্কিনি মেয়ে। কোর্টে তারপর থেকে খেতাবের কাছে যাওয়ার চেষ্টা করেছেন অনেকবার। কিন্তু স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ২০১২ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন। তবে মেলবোর্ন পার্কেই সবচেয়ে বেশি সফল। দু-দু’বার সেমিফাইনাল পৌঁছেছেন। কিন্তু শেষ হাসি হাসতে পারেননি। এ বার তা হল না। তৃতীয় চেষ্টায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ম্যাডিসন। যদি বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার সাবালেঙ্কাকে হারাতে পারেন, তা হলে কেরিয়ারের প্রথম গ্র্যআন্ড স্লাম জিতবেন।
পাওলা বাদোসাকে যদি ৬-৪, ৬-২ স্ট্রেট সেটে হারিয়েছেন সাবালেঙ্কা। ম্যাডিসনকে কিন্তু স্রোতের বিরুদ্ধে গিয়ে হারিয়েছেন ইগা সোয়াতেককে। প্রথম সেটটা হেরেছিলেন ৫-৭। দ্বিতীয় সেটে ফেরেন প্রবল ভাবে। ইগাকে ১-৬এ থামিয়ে দেন। তখনই মনে হয়েছিল, ২৯ বছরের এই মেয়ে ছন্দে পেয়ে গিয়েছেন। তৃতীয় সেট ৭-৬ জেতেন। টাইব্রেকারে অবিশ্বাস্য খেলেছেন ম্যাডিসন। ইগা বরং চাপে পড়ে ভুল করেছেন অনেক বেশি। এখন প্রশ্ন হল, মেলবোর্ন পার্ক কি নতুন ইতিহাসে সাক্ষী হবে? নাকি মেয়েদের টেনিসে নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নেবে?