Barnali Chanda Karate: ৬ বছরেই ব্ল্যাক বেল্ট! ক্যারাটের প্যাঁচ পয়জারে তাক লাগাচ্ছে খুদে বর্ণালী
Karate Black Belt : বাবার হাত ধরে মাত্র তিন বছর বয়স থেকে ক্যারাটের প্রশিক্ষণ শুরু হয় বর্ণালীর। চন্দননগরের ক্যারাটে প্রশিক্ষক অমিতাভ ঘোষের কাছে কোচিং শুরু।
চুঁচুড়া: আকারে, উচ্চতায় ৬ বছরের বাচ্চা যেমন হওয়া উচিত চুঁচুড়ার বর্ণালী চন্দ (Barnali Chanda) ঠিক তেমনই। তবে নিজের বয়সী আর পাঁচটা শিশুর থেকে সে আলাদা। দেখতে ছোট হলে কী হবে, এই বয়সেই বর্ণালীর কীর্তি অবাক করে দেওয়ার মতো। যে বয়সে হাত পায়ে চঞ্চলতা থাকে, সেই বয়সে হাত পায়ের সঠিক ব্যবহার করে ‘ব্ল্যাক বেল্ট’ (Black Belt) চুঁচুড়ার বর্ণালী চন্দ। ক্যারাটের (Karate) প্যাঁচ পয়জার, যাকে বলা হয় কাতা। মাত্র ছয় বছর বয়সে দশটি কাতা শিখে দেশের মধ্যে খুদে ‘ব্ল্যাক বেল্ট’র অধিকারী হয়েছে বর্ণালী। দশটি কাতা শিখতে অনেকের প্রায় বারো তেরো বছর সময় লেগে যায়। ছয় বছর বয়সী বর্ণালী এখনই তা রপ্ত করে ফেলেছে। বর্ণালী সেন্ট থমাস স্কুলের ক্লাস টুয়ের ছাত্রী সে। এই সাফল্যে বর্ণালীর স্কুল ও চুঁচুড়ার পাড়াপ্রতিবেশী, আত্মীয় স্বজনরা গর্বিত। বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বাবার হাত ধরে মাত্র তিন বছর বয়স থেকে ক্যারাটের প্রশিক্ষণ শুরু হয় বর্ণালীর। চন্দননগরের ক্যারাটে প্রশিক্ষক অমিতাভ ঘোষের কাছে কোচিং শুরু। কোভিড ১৯ অতিমারীর সময় যখন সব কিছু স্তব্ধ, স্কুল ছুটি থাকায় সুবিধা হয়েছিলো বর্ণালীর। তার ক্যারাটের প্রতি আগ্রহ দেখে প্রতিদিন দু’বেলা চুঁচুড়ার প্রিয়নগর মাঠে প্রশিক্ষণ দিতে নিয়ে গিয়েছেন বাবা সুজয় চন্দ। একা একাই শিক্ষকের কাছে ক্যারাটে শিখত সে। ফলে অনেকটা বেশি সময় ধরে শিখতে পেরেছে।
মেয়ের অদম্য চেষ্টা ও তাঁর পরিশ্রমের সুফল পেয়েছেন সুজয় বাবু। বর্ণালীর বাবা একরত্তি মেয়ের সাফল্য নিয়ে গর্বিত। তিনি বলেন, “দেশের মধ্যে ও এখন সব থেকে কম বয়সী ব্ল্যাক বেল্ট। ছয় বছর বয়সে ব্ল্যাক বেল্ট হয়েছে। মেয়ের ক্যারাটে শেখার প্রতি ঝোঁক দেখে ওকে ভর্তি করে দিয়েছিলাম। খুব অল্প সময়ে ব্ল্যাক বেল্ট পেয়েছে। ডিফেন্স অ্যাটাক নিয়ে ক্যারাটের যে দশটি কাতা আছে, খুব অল্প সময়ে সেগুলো রপ্ত করে নিয়েছে। সেসবের পুরস্কার স্বরূপ এই ব্ল্যাক বেল্ট।”
যাকে নিয়ে এত হইচই সেই বর্ণালী কী বলছে? খুদে ব্ল্য়াক বেল্টের অধিকারী এই বয়সেই আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখার কথা বলছে। তার কথায়, “ক্যারাটের এক থেকে দশ কাতা জানি। আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা জরুরি। নিজেকে রক্ষা করার জন্য ক্যারাটে জানা খুব প্রয়োজন।” বর্ণালী ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল কালামস গোল্ডেন অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড ও আমেরিকা রেকর্ডস থেকে স্বীকৃতি মিলেছে। লিমকা বুক অফ রেকর্ডস এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আবেদন করা হয়েছে।