Under 31 Bridge Championship : সর্বনাশা নয়, পদকের আশা; নেদারল্যান্ডস যাচ্ছেন দেশের ৩০ তাসুড়ে

২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার এখন ভারতীয় কোচ। তাঁর তত্ত্বাবধানে এই ক্যাম্প হচ্ছে।

Under 31 Bridge Championship : সর্বনাশা নয়, পদকের আশা; নেদারল্যান্ডস যাচ্ছেন দেশের ৩০ তাসুড়ে
Image Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 4:54 PM

সালকিয়া: কথায় বলে তাসের নেশা সর্বনাশা। এই প্রবাদকে কয়েকবছর আগেই ভুল প্রমাণ করে দিয়েছেন প্রণব বর্ধন এবং শিবনাথ দে সরকার। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমস থেকে সোনা এনেছিলেন দু’জনে। এ বার দেশ থেকে একঝাঁক ‘তাসুড়ে’। অনূর্ধ্ব ৩১ জুনিয়র ব্রিজ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলা-সহ বেশ কয়েকটি রাজ্য থেকে নেদারল্যান্ডসে যাচ্ছে এক ঝাঁক খেলোয়াড়। পদক জিতে ফেরার মনোবাসনা নিয়ে নেদারল্যান্ডস পাড়ি দিচ্ছেন তাঁরা। কয়েকটি ক্যাটাগরিতে মেডেল জেতার প্রবল সম্ভাবনা ভারতীয় তাসুড়েদের। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আগামী ২৮ জুলাই থেকে ৭ অগস্ট পর্যন্ত নেদারল্যান্ডসে বসছে অনূর্ধ্ব ৩১ জুনিয়র ব্রিজ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ইউরোপ, আমেরিকা ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন। ভারত থেকেও একটি বড়সড় দল পাঠানো হচ্ছে। সেই প্রতিযোগীদের বাছাই করার জন্য হাওড়ার সালকিয়াতে গত দুদিন ধরে চলছে ক্যাম্প। এই ক্যাম্পের উদ্যোক্তা ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল ব্রিজ অ্যাসোসিয়েশন। এই ক্যাম্পে কেরল, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে মোট ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার এখন ভারতীয় কোচ। তাঁর তত্ত্বাবধানে এই ক্যাম্প হচ্ছে।

শিবনাথ দে সরকার বলেছেন, “ক্যাম্পের মোট প্রতিযোগীদের মধ্যে ছয়জনকে বেছে নেওয়া হবে। তাঁদের নেদারল্যান্ডসে পাঠানো হবে। এদের মধ্যে কয়েকজন খুবই প্রতিশ্রুতিমান খেলোয়াড়। তাঁরা এই জুনিয়র ব্রিজ চ্যাম্পিয়নশিপে ভালো ফল করবেন বলে আমাদের আশা।” সাগ্নিক রায় নামে এক প্রতিযোগী বলেছেন, “ফ্রান্স, ইতালি, নরওয়ে, সুইডেন এবং আমেরিকার খেলোয়াড়রা ফেভারিট। কঠিন প্রতিযোগিতা হলেও আশা করছি আমরা ভালো ফল করব।” আরও একজন প্রতিযোগী সায়ন্তন কুশারী জানিয়েছেন, “মোট পাঁচটা ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। প্রত্যেকটি ক্যাটাগরিতে ৬ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এছাড়া ৬ জন কোচ যাবেন। আমরা সকলেই ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব যাতে পদক জেতা যায়।”