Anurag Thakur: মোদী সরকারের উদ্যোগে ক্রীড়া পরিকাঠামোয় উন্নতিতে কোটি কোটি টাকা, তথ্য দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
NIS Patiala: পাতিয়ালায় স্পোর্টস ইন্সটিটিউটে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। এশিয়ান গেমসে যে সমস্ত অ্যাথলিটরা যাবেন, তাঁদের সঙ্গেও কথা বলেন ক্রীড়ামন্ত্রী।
পাতিয়ালা: ভারতীয় অ্যাথলেটিক্সে ‘সোনার’ সময়। অন্যান্য ক্রীড়ার পাশাপাশি গত কয়েক বছরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও চিত্রটা পুরোপুরি বদলে গিয়েছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনার পদক, কয়েক বছর আগেও এ ছিল শুধুই কল্পনা। নীরজ চোপড়ার হাত ধরে দারুণ সাফল্য ভারতীয় অ্যাথলেটিক্সে। শুধু এক্ষেত্রেই নয়। কমনওয়েলথ গেমস, অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছেন মুরলী শ্রীশঙ্কর, পারুল চৌধুরীদের মতো অনেকেই। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এই উন্নতির নেপথ্যে একটা বড় কারণ, পরিকাঠামোয় উন্নতি। নরেন্দ্র মোদী সরকার ক্রীড়াক্ষেত্রে কতটা সহযোগিতা করছেন, এ বিষয়ে আরও পরিষ্কার তথ্য দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এ দিন নেতাজী সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, পাতিয়ালায় (NIS Patiala) ডেভেলপমেন্ট প্রোজেক্টের উদ্বোধন করলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পাতিয়ালায় স্পোর্টস ইন্সটিটিউটে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। এশিয়ান গেমসে যে সমস্ত অ্যাথলিটরা যাবেন, তাঁদের সঙ্গেও কথা বলেন ক্রীড়ামন্ত্রী। ১৩ কোটি টাকার একটি প্রোজেক্ট উদ্বোধনের পর অনুরাগ ঠাকুর বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে গত এক বছরেই ক্রীড়া পরিকাঠামোয় উন্নতির জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। আজ যেমন ১৩ কোটি টাকার এই প্রোজেক্ট উদ্বোধন হল।’ এই প্রোজেক্টের মধ্যে রয়েছে স্টেট অব আর্ট ওয়েটলিফ্টিং হল, ফিটনেস সেন্টার, অত্যাধুনিক হস্টেল এবং গেস্ট হাউস।
#WATCH | Patiala: “For NIS (Netaji Subhas National Institute of Sports) Patiala, investments worth crores of rupees have been made in the last year by PM Modi’s government. Today, inaugurations worth Rs 13 crore have been done, Rs 36 crore worth of projects are going on, and we… https://t.co/X9Fas4d0vp pic.twitter.com/X3MwLL5xg0
— ANI (@ANI) August 28, 2023
কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী সংবাদ সংস্থা এএনআইকে আরও বিস্তারিত বলেন, ‘আজ ১৩ কোটি টাকার এই প্রোজেক্ট উদ্বোধন হল। আমরা আরও ২৪ কোটি টাকার একটি প্রোজেক্টের অনুমতি পেয়েছি। ৩৬ কোটি টাকার একটি প্রোজেক্টের কাজ চলছে। এর মধ্যে রয়েছে হাইপারফরম্যান্স সেন্টার, সেন্ট্রালাইজড কিচেন, মিলখা সিং হস্টেলের আধুনিকীকরণ।’
পাতিয়ালায় যে প্রোজেক্টের উদ্বোধন হল, তাতে ওয়েটলিফ্টিং হলে থাকছে ২৬টি ট্রেনিং স্টেশন, অত্যাধুনিক ক্রীড়া সরঞ্জাম। ফিটনেস সেন্টারে বিশ্বমানের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিংয়ের ব্যবস্থা, ফিজিওথেরাপি সরঞ্জাম, স্টিম, সউনা বাথ, হাইড্রোপুল, মাসাজ থেরাপির ব্যবস্থা থাকছে। গোল্ডেন জুবলি ফ্ল্যাট এবং বিদেশি কোচেদের থাকার হস্টেলগুলিও উন্নত করা হয়েছে।