Neeraj Chopra: চোট নিয়েই লসেন ডায়মন্ড লিগে নেমেছিলেন, এশিয়ান গেমসের কী পরিকল্পনা নীরজের?
Javelin: ডায়মন্ড লিগে দুটি ইভেন্টে ১৬ পয়েন্ট রয়েছে নীরজের। সেপ্টেম্বরে ১৬-১৭ ডায়মন্ড লিগের ফাইনাল হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখনও অবধি যা পরিস্থিতি, এ বারও ফাইনালে যোগ্যতা অর্জন করবেন নীরজ। ফাইনালের আগে মোনাকো এবং জুরিখ লিগ রয়েছে। মোনাকো লিগে নামবেন কীনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নীরজ।

কলকাতা : নীরজ চোপড়া কোনও ইভেন্টে নামা মানেই পাহাড় প্রমাণ প্রত্যাশা। একদিকে দেশবাসীর প্রত্যাশা, সঙ্গে নিজস্ব লক্ষ্য। সব চাপ নিয়েই নামতে হয় ভারতের এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটকে। তাঁর হাত ধরেই অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনার পদক জিতেছে ভারত। টোকিও অলিম্পিকে সোনার ইতিহাস লিখেছিলেন ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার। গত বছর জিতেছেন ডায়মন্ড লিগ ফাইনালও। এ বারও ডায়মন্ড লিগের প্রথম দুটি ইভেন্টে শীর্ষে থেকেছেন। সামনেই এশিয়ান গেমস। তার আগে এ দিন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সৌজন্যে একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মিলিত হন নীরজ চোপড়া। লসেন ডায়মন্ড লিগ, এশিয়ান গেমস, নানা বিষয়েই কথা বলেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সদ্য লসেন ডায়মন্ড লিগে ৮৭.৬৬ মিটার জ্যাভলিন ছুড়ে শীর্ষস্থানে শেষ করেন নীরজ চোপড়া। যদিও তাঁর ব্যক্তিগত লক্ষ্য পূরণ হয়নি। টোকিও অলিম্পিকের পর থেকেই নীরজ বলে আসছিলেন, তাঁর লক্ষ্য ৯০ মিটার ছোড়া। সেই লক্ষ্য এখনও পূরণ হয়নি। লসেনেও চোট নিয়েই নেমেছিলেন। ফলে ফুল ফিটনেসে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি নীরজ। লসেন ইভেন্টের পরই নীরজ জানিয়েছিলেন, এরপর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামবেন। ১৯ থেকে ২৭ অগস্ট বুদাপেস্টে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। জ্যাভলিনের ইভেন্ট শুরু হবে ২৫ অগস্ট। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নীরজ বলেন, ‘সার্বিক ভাবে আমার ফিটনেস খুব ভালো জায়গায় নেই। চোটের জন্য নিজের মধ্যেও সন্দেহ জাগে, আদৌ একশো শতাংশ দিতে পারব কীনা। ফিটনেসে আরও উন্নতির প্রয়োজন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতাই লক্ষ্য।’
মরসুমের শুরুতে দোহা ডায়মন্ড লিগে শীর্ষে ছিলেন। লসেনেও তাই। আরও বেশ কিছু বড় ইভেন্ট রয়েছে। ফুল ফিটনেস না থাকায় বেশ কিছু ইভেন্টই হয়তো মিস করতে পারেন। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগ ফাইনাল এবং অক্টোবরের হাংঝৌ এশিয়ান গেমস নিয়েই আপাতত মাথা ঘামাচ্ছেন নীরজ। বলছেন, ‘এই ইভেন্টগুলিতে একশো শতাংশ ফিট হয়েই নামতে হবে। শারীরীক ভাবে ফিট না হলে মানসিক দিক থেকেও প্রস্তুত থাকা যাবে না। মানসিক স্বাস্থও ঠিক থাকা জরুরি।’
ডায়মন্ড লিগে দুটি ইভেন্টে ১৬ পয়েন্ট রয়েছে নীরজের। সেপ্টেম্বরে ১৬-১৭ ডায়মন্ড লিগের ফাইনাল হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখনও অবধি যা পরিস্থিতি, এ বারও ফাইনালে যোগ্যতা অর্জন করবেন নীরজ। ফাইনালের আগে মোনাকো এবং জুরিখ লিগ রয়েছে। মোনাকো লিগে নামবেন কীনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নীরজ।





