Manu Bhaker: শুট অফে দুটি মিস, ২৫ মিটার এয়ার পিস্তলে মনু ভাকের চতুর্থ

Paris Olympics 2024: চতুর্থ সিরিজ থেকেই চাপের মুহূর্ত শুরু। এই পর্ব থেকেই এলিমিনেশন। একজনের মিস, অন্য জনের হিট! চতুর্থ পাঁচ শটের সিরিজের পর আমেরিকার কেটি ছিটকে যান। যদিও মনু ভাকের যুগ্মভাবে ষষ্ঠ স্থানে থাকে। পঞ্চম সিরিজে পাঁচটি শটই ঠিক মারেন মনু ভাকের। এই পর্বে ভিয়েতনামের প্রতিপক্ষ সাত নম্বরে থেকে ছিটকে যান। মনু তৃতীয় স্থানে উঠে আসেন।

Manu Bhaker: শুট অফে দুটি মিস, ২৫ মিটার এয়ার পিস্তলে মনু ভাকের চতুর্থ
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 03, 2024 | 1:30 PM

পদকের হ্যাটট্রিক হল না মনু ভাকেরের। খুব কাছে গিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য আজই তৃতীয় পদক হল না তাঁর। ২৫ মিটার এয়ার পিস্তলে শুরুটা দুর্দান্ত করেন। মাঝে মিসও হয়। আবার ঘুরে দাঁড়ান। প্যারিসে ইতিমধ্যেই জোড়া পদকে ইতিহাস গড়েছেন মনু ভাকের। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদকের রেকর্ড গড়েছেন। হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিলেন মনু। তবে ভেরোনিকা মায়েরের সঙ্গে শুট-অফে পাঁচের মধ্যে দুটি শট মিসেই হ্যাটট্রিকের স্বপ্ন ভঙ্গ।

১০ পয়েন্টের-এর নিচে মারলে তার কোনও পয়েন্ট যোগই হবে না। প্রথম পাঁচ শটের সিরিজের পর মনু ভাকের অনেকটাই পিছিয়ে। তাঁর মাত্র দুটি শট কাজে লেগেছিল। এরপর পাঁচ শটের সিরিজ। মাত্র ১টি শট মিস হয়। ৬ টি সঠিক শটে চতুর্থ স্থানে উঠে আসেন মনু ভাকের। চার শটের সিরিজের পর এলিমিনেশন শুরু হবে। তৃতীয় পাঁচ শটের সিরিজের পর ১০টি সঠিক শটে দ্বিতীয় স্থানে উঠে আসেন।

চতুর্থ সিরিজ থেকেই চাপের মুহূর্ত শুরু। এই পর্ব থেকেই এলিমিনেশন। একজনের মিস, অন্য জনের হিট! চতুর্থ পাঁচ শটের সিরিজের পর আমেরিকার কেটি ছিটকে যান। যদিও মনু ভাকের যুগ্মভাবে ষষ্ঠ স্থানে থাকে। পঞ্চম সিরিজে পাঁচটি শটই ঠিক মারেন মনু ভাকের। এই পর্বে ভিয়েতনামের প্রতিপক্ষ সাত নম্বরে থেকে ছিটকে যান। মনু তৃতীয় স্থানে উঠে আসেন। যুগ্মভাবে তৃতীয় স্থানে মনু। ষষ্ঠ শটে ছ’জনের প্রতিদ্বন্দ্বিতা। এই শটের পর ইরানের প্রতিযোগী ছিটকে যান। পাঁচ জনের মধ্যে মনু যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকেন।

সপ্তম সিরিজে মনুর পাঁচটির মধ্যে একটি শুট মিস হয়। পাঁচে থাকা চিনের প্রতিদ্বন্দ্বী ছিটকে যান। ফাইনাল ফোরের মধ্যে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকেন। শীর্ষ স্থানে থাকা কোরিয়ান দুটি মিস করেন। মনু ভাকেরের সঙ্গে হাঙ্গেরির মনু ভাকেরের শুট। পাঁচ শটের মধ্য়ে ফয়সালা হবে কে চতুর্থ স্থান থেকে ছিটকে যাবে। কার পদক নিশ্চিত হবে। প্রথম চার শটের মধ্যে ২টি মিস মনুর। শুট-অফে এই দুটি মিসে চতুর্থ স্থানে শেষ করেন মনু ভাকের।