Rafael Nadal: ফিরেও ফেরা হল না, অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল
Rafael Nadal, Australian Open 2024: সেই ম্যাচে হেরেছিলেন কিংবদন্তি রাফা। নতুন বছর শুরু করেন সিঙ্গলসে জয় দিয়ে। যদিও কোর্টে ফিরেও ফেরা হল না। বরং, ফিরতে হচ্ছে দেশে। চোটের কারণে এক বছরের বেশি সময় কোর্টের বাইরে ছিলেন। এ বার প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ড কামব্যাক হবে। ফের চোটে সেই প্রত্যাশায় ধাক্কা।

ব্রিসবেন: বছর ঘুরেছিল কোর্টে ফিরতে। গত বছরের শেষ দিন ডাবলস ম্যাচ দিয়ে টেনিস কোর্টে প্রত্যাবর্তন। সেই ম্যাচে হেরেছিলেন কিংবদন্তি রাফা। নতুন বছর শুরু করেন সিঙ্গলসে জয় দিয়ে। যদিও কোর্টে ফিরেও ফেরা হল না। বরং, ফিরতে হচ্ছে দেশে। চোটের কারণে এক বছরের বেশি সময় কোর্টের বাইরে ছিলেন। এ বার প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ড কামব্যাক হবে। ফের চোটে সেই প্রত্যাশায় ধাক্কা। মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিলেন কিংবদন্তি রাফায়েল নাদাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চোট পেয়েছিলেন স্প্যানিশ তারকা। এরপর থেকেই ফেরার বার্তা দিয়েছেন। প্রত্যাশা ছিল গত বছর ফ্রেঞ্চ ওপেনেই দেখা যাবে তাঁকে। পেশাদার টেনিসে আসার পর থেকে ফ্রেঞ্চ ওপেন মিস করেননি নাদাল। যদিও গত বার সেই টুর্নামেন্ট থেকেই নাম তুলে নেন ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদাল। এ বার সেই অস্ট্রেলিয়ান ওপেনেই কেরিয়ারের ২৩ নম্বরের লক্ষ্যে নামার প্রস্তুতি সারছিলেন রাফা। ব্রিসবেনে খেলে প্রস্তুতি ভালোই চলছিল। বাধ সাধল নতুন চোট।
সোশ্যাল মিডিয়ায় রাফায়েল নাদাল লিখেছেন- ফের চোট, তবে এটা পুরনো চোটের জায়গায় নয়। চোট খুব গুরুতর নয়। মেলবোর্নে পৌঁছেই এমআরআই করা হয়েছে। মাসল টিয়ার হয়েছে। এটা ছোট্ট সমস্যা। দ্রুতই সেরে উঠব। চিকিৎসার কারণেই স্পেনে ফিরছি।
Hi all, during my last match in Brisbane I had a small problem on a muscle that as you know made me worried. Once I got to Melbourne I have had the chance to make an MRI and I have micro tear on a muscle, not in the same part where I had the injury and that’s good news. Right… pic.twitter.com/WpApfzjf3C
— Rafa Nadal (@RafaelNadal) January 7, 2024
অনেকেই প্রত্যাশায় ছিলেন, অস্ট্রেলিয়ান ওপেনে ফের এক বার রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের দ্বৈরথ দেখা যাবে। দুই কিংবদন্তিকে একসঙ্গে কোর্টের লড়াইয়ে দেখা যায়নি দীর্ঘ সময়। এ বারও সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।





