Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mayank Agarwal: অ্যাক্সিডেন্টাল ক্রিকেটার! বায়ুসেনার পাইলট হতে গিয়ে বাইশ গজে ক্রিকেট তারকা

ক্রিকেটাররা সাধারণত পড়াশোনা কাঁচা হন, নয়তো কেরিয়ার গড়ার লক্ষ্যে বেশিদূর লেখাপড়া চালিয়ে যেতে পারেন না। কিন্তু ব্যতিক্রম নেই এমনটাও নয়। পড়াশোনায় তুখোড় এক ক্রিকেটারের এয়ারফোর্স পাইলট হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ভাগ্যের ফেরে হয়ে গেলেন ক্রিকেটার!

| Edited By: | Updated on: Apr 28, 2023 | 8:00 AM
ইচ্ছে ছিল বড় হয়ে বায়ুসেনার পাইলট হবেন। ফাইটার পাইলট হয়ে দেশের আকাশ সীমা রক্ষা করার দায়িত্ব নেবেন। কিন্তু ইচ্ছে থাকলেই সবসময় কী সেটা পূর্ণ হয়? জাতীয় দলের এক ক্রিকেটার রয়েছেন যিনি এয়ারফোর্স পাইলট হওয়ার বাসনা নিয়ে ছোট থেকে বড় হয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

ইচ্ছে ছিল বড় হয়ে বায়ুসেনার পাইলট হবেন। ফাইটার পাইলট হয়ে দেশের আকাশ সীমা রক্ষা করার দায়িত্ব নেবেন। কিন্তু ইচ্ছে থাকলেই সবসময় কী সেটা পূর্ণ হয়? জাতীয় দলের এক ক্রিকেটার রয়েছেন যিনি এয়ারফোর্স পাইলট হওয়ার বাসনা নিয়ে ছোট থেকে বড় হয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
কথা হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলায় ব্যস্ত মায়াঙ্ক আগরওয়ালের। বেঙ্গালুরুতে জন্ম হওয়া মায়াঙ্কের বিমান ও এয়ারক্রাফ্টের প্রতি আলাদা ভালোবাসা ছিল। আকাশে বিমান দেখা দিলেই উৎফুল্ল হয়ে উঠতেন। (ছবি:ইনস্টাগ্রাম)

কথা হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলায় ব্যস্ত মায়াঙ্ক আগরওয়ালের। বেঙ্গালুরুতে জন্ম হওয়া মায়াঙ্কের বিমান ও এয়ারক্রাফ্টের প্রতি আলাদা ভালোবাসা ছিল। আকাশে বিমান দেখা দিলেই উৎফুল্ল হয়ে উঠতেন। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
মাধ্যমিক পরীক্ষায় মায়াঙ্ক পেয়েছিলেন ৮০ শতাংশ নম্বর। কলেজেও তুখোড় ছাত্র ছিলেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মায়াঙ্ক জানান, ক্রিকেটার না হলে বায়ুসেনার পাইলট অবশ্যই হতেন। (ছবি:ইনস্টাগ্রাম)

মাধ্যমিক পরীক্ষায় মায়াঙ্ক পেয়েছিলেন ৮০ শতাংশ নম্বর। কলেজেও তুখোড় ছাত্র ছিলেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মায়াঙ্ক জানান, ক্রিকেটার না হলে বায়ুসেনার পাইলট অবশ্যই হতেন। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
ছোটবেলার স্বপ্ন পূরণ হয়নি মায়াঙ্কের। তবে দেশের হয়ে বাইশ গজে লড়েছেন। বহুদিন জাতীয় দলের হয়েও সুযোগ পান না। ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে খেলেন। আইপিএল খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। (ছবি:ইনস্টাগ্রাম)

ছোটবেলার স্বপ্ন পূরণ হয়নি মায়াঙ্কের। তবে দেশের হয়ে বাইশ গজে লড়েছেন। বহুদিন জাতীয় দলের হয়েও সুযোগ পান না। ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে খেলেন। আইপিএল খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
মায়াঙ্ক আগরওয়াল এখন ঘোর সংসারী। ২০১৮ সালে লন্ডনের টেমস নদীর ধারে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গার্লফ্রেন্ড আশিতাকে। ৭ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন দু'জনে। (ছবি:ইনস্টাগ্রাম)

মায়াঙ্ক আগরওয়াল এখন ঘোর সংসারী। ২০১৮ সালে লন্ডনের টেমস নদীর ধারে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গার্লফ্রেন্ড আশিতাকে। ৭ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন দু'জনে। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
বর্তমানে মায়াঙ্ক ও আশিতা এক পুত্র সন্তানের অভিভাবক। সাক্ষাৎকারে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)

বর্তমানে মায়াঙ্ক ও আশিতা এক পুত্র সন্তানের অভিভাবক। সাক্ষাৎকারে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন। খেলার ফাঁকে ট্রাভেলিংয়ের শখ পূরণ করে নেন মায়াঙ্ক। তাঁর বেড়ানোর সঙ্গী এখন আরও দু'জন। স্ত্রী এবং পুত্র। (ছবি:ইনস্টাগ্রাম)

ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন। খেলার ফাঁকে ট্রাভেলিংয়ের শখ পূরণ করে নেন মায়াঙ্ক। তাঁর বেড়ানোর সঙ্গী এখন আরও দু'জন। স্ত্রী এবং পুত্র। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
আইপিএল মায়াঙ্ক খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। বর্তমানে হায়দরাবাদের সদস্য। তবে ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন। এখনও পর্যন্ত মায়াঙ্কের ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৪ রান। একটি অর্ধশতরানও হাঁকাতে পারেননি। (ছবি:ইনস্টাগ্রাম)

আইপিএল মায়াঙ্ক খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। বর্তমানে হায়দরাবাদের সদস্য। তবে ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন। এখনও পর্যন্ত মায়াঙ্কের ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৪ রান। একটি অর্ধশতরানও হাঁকাতে পারেননি। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us: