Happy Birthday Narendra Modi: মোদীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা সচিন-কোহলিদের
প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের ক্রীড়া ব্যক্তিত্বরাও।
নয়াদিল্লি: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন (Happy Birthday)। ৭২ বছরে পা রাখলেন তিনি। দেশ-বিদেশ থেকে শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে। প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের ক্রীড়া ব্যক্তিত্বরাও। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli), ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen) থেকে ভারতীয় হকি দলের সিনিয়র গোলকিপার পিআর শ্রীজেশও নমোর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
টুইটারে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে সচিন তেন্ডুলকর লিখেছেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি-কে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি।”
Happy Birthday to our Hon’ble PM Shri @narendramodi ji! Wishing you the best of health & happiness.
— Sachin Tendulkar (@sachin_rt) September 17, 2022
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি টুইটারে নমোর জন্য লেখেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার শক্তি, সুখ ও সুস্বাস্থ্য কামনা করছি।”
Wishing our Hon. Prime Minister @narendramodi ji, a very happy birthday. Wishing you strength, happiness and good health.
— Virat Kohli (@imVkohli) September 17, 2022
ভারতের উঠতি তারকা শাটলার লক্ষ্য সেন মোদীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “শুভ জন্মদিন নরেন্দ্র মোদীজি। আপনার সুখ ও সুস্বাস্থ্য কামনা করি। আমাদের দেশকে আগও এগিয়ে নিয়ে চলুন।”
Happy Birthday, @narendramodi ji. Wishing you health and happiness. Lead us to greater heights. pic.twitter.com/CiEz8zhlAc
— Lakshya Sen (@lakshya_sen) September 17, 2022
ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীরও মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। টুইট বার্তায় গৌতি লেখেন, “সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা, যিনি প্রত্যেক ভারতীয়ের জন্য ভারতীয় হওয়ার অর্থকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। ঈশ্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করুক। মোদীজির দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি!”
A very happy birthday to the man who has redefined the meaning of being an Indian for every Indian. May god bless Hon’ble PM Shri @narendramodi Ji with a long & healthy life! ?? pic.twitter.com/7OabVYarOX
— Gautam Gambhir (@GautamGambhir) September 17, 2022
ভারতের পুরুষ হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ টুইটারে লেখেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।”
Wishing our honourable Prime minister Sri Narendra Modi ji a very happy birthday ? @narendramodi @PMOIndia #happybirthday pic.twitter.com/H3BJWuHoJB
— sreejesh p r (@16Sreejesh) September 17, 2022
টোকিও প্যারালিম্পিকে সোনাজয়ী ভারতীয় প্যারা শাটলার প্রমোদ ভকতও টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে। তিনি লেখেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানাই। আমাদের দেশের সেবা করার জন্য ঈশ্বর আপনাকে দীর্ঘ এবং সুস্থ জীবন দান করুন।”
Wishing Our Hon’ble Prime Minister @narendramodi sir on his birthday. May God bless you with long and healthy life to serve our nation.#HappyBirthdayModiji #NarendraModi pic.twitter.com/xIuOOSAIZU
— Pramod Bhagat (@PramodBhagat83) September 17, 2022