Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Sports: তেইশের প্রত্যাশা, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নতুন সাফল্যের সূর্যোদয়

Welcome 2023: স্বপ্ন দেখলে, তার জন্য পরিশ্রম করলে, সঠিক পথে চললে পূরণও সম্ভব। ভারতীয় ক্রীড়াক্ষেত্রও স্বপ্ন দেখছে, নতুন বছর ভালো কিছুই হবে। তেমনই বাংলার ক্রিকেট, ফুটবলও।

Indian Sports: তেইশের প্রত্যাশা, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নতুন সাফল্যের সূর্যোদয়
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 9:45 AM

কলকাতা : আর মাত্র একটা দিন। নতুন সূর্য, নতুন বছরের আগমন। তেমনই নতুন প্রত্যাশাও। এ বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। ভারতীয় ক্রীড়াবিদদের জন্য যেমন গুরুত্বপূর্ণ একটা বছর। তেমনই ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশাও। তবে বছর শেষে প্রাপ্তির ঝুলিতে কী আসবে, এখন থেকে বলা কঠিন। স্বপ্ন দেখতে দোষ কোথায়! স্বপ্ন দেখলে, তার জন্য পরিশ্রম করলে, সঠিক পথে চললে পূরণও সম্ভব। ভারতীয় ক্রীড়াক্ষেত্রও স্বপ্ন দেখছে, নতুন বছর ভালো কিছুই হবে। তেমনই বাংলার ক্রিকেট, ফুটবলও। এ বছর কয়েকটি বিশেষ ইভেন্ট এবং প্রত্যাশা নিয়ে TV9Bangla-র এই বিশেষ প্রতিবেদন।

  • নতুন বছরের শুরুতেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় উইমেন্স ক্রিকেট অনেকটা উন্নতি করেছে। পরিকাঠামোয় পরিবর্তন হয়েছে। বয়সভিত্তিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে নতুনরা উঠে আসছেন। কিন্তু একটাই অভাব। ট্রফি। ওয়ান ডে ফর্ম্য়াট কিংবা টি-টোয়েন্টি। এখনও অবধি সেমিফাইনাল, ফাইনাল অবধিই সীমাবদ্ধ থেকেছে ভারতীয় ক্রিকেট। আইসিসির কোনও ট্রফি আসেনি। আসন্ন বিশ্বকাপে প্রত্যাশা থাকবে হরমনপ্রীত, স্মৃতিদের হাতে বিজয়ীর ট্রফি উঠুক। একটা ট্রফি ভারতে মেয়েদের ক্রিকেটের চিত্রটাকে আমূল বদলে ফেলতে পারে।
  • বাংলা ক্রিকেটের পরিস্থিতিও কার্যত এক। রঞ্জি ট্রফিতে এক বারই খেতাব এসেছে বাংলায়। এরপর বেশ কিছু সেমিফাইনাল এবং ফাইনাল। কোথাও গিয়ে যেন খেই হারিয়ে যায়। গত কয়েক বছরে বেশ কয়েক বার ফাইনালে উঠলেও ট্রফি আসেনি। এ বারও শুরুটা ভালো হয়েছে। প্রত্যাশা, মনোজ তিওয়ারিদের হাত ধরে বাংলায় রঞ্জি ট্রফি আসুক।
  • এশিয়ান গেমস নিয়ে দোলাচল চলছেই। কোভিডের জেরে বেশ কিছু টুর্নামেন্টে কোপ পড়েছিল। তার মধ্যে অন্য়তম এশিয়ান গেমস। নতুন বছরে হওয়ার কথা। প্রত্যাশা রয়েছে, নির্বিঘ্নেই হোক এশিয়ান গেমস। ভারতে আসুক প্রচুর পদক।
  • ইন্ডিয়ান সুপার লিগ এখন দেশের এক নম্বর ফুটবল প্রতিযোগিতা। কলকাতার দুই প্রধান এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গলও রয়েছে। তিনবার আইএসএল ট্রফি এসেছে কলকাতায়। শেষ বার ২০২০ মরসুমে। বাংলার প্রত্যাশা নতুন বছরেও ট্রফি আসুক দুই প্রধানের কোনও এক তাঁবুতে।
  • নতুন বছর মেয়েদের ক্রিকেটের জন্য আরও সুখবর রয়েছে। শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপ। এত দিন শুধুমাত্র ছেলেদের এই প্রতিযোগিতা হত। উদ্বোধনী প্রতিযোগিতায় প্রত্যাশা থাকবে, ভারত চ্যাম্পিয়ন হোক। ভারতীয় স্কোয়াডে সিনিয়র দলের দুই ক্রিকেটার শেফালি ভার্মা, রিচা ঘোষ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন বিধ্বংসী ওপেনার শেফালি।
  • ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এ বার মেয়েদের আইপিএলও শুরু হচ্ছে। এত দিন তিন দলের টুর্নামেন্ট হত। তাও নিয়মিত নয়। এ বার পূর্ণাঙ্গ আইপিএল হতে চলেছে। ভারতের সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি উঠতি প্রতিভাদেরও দেখা যাবে। তেমনই বিশ্বের অনেক দামিদামি মহিলা ক্রিকেটারদের দেখা যাবে আইপিএলে। টুর্নামেন্ট সফল হোক এই প্রত্য়াশাই থাকবে।
  • আইসিসি ট্রফি। ভারতীয় পুরুষদের ক্রিকেটে এরই অভাব এখন। শেষ বার ২০১৩ সালে আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এরপর থেকে শুধুই হতাশা। দ্বিপাক্ষিক সিরিজে অনবদ্য পারফরম্যান্স। কিন্তু মাল্টিনেশন টুর্নামেন্টে হতাশা। নতুন বছরে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। শেষ বার ভারত ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ২০১১ সালে। ভারত-বাংলাদেশ-শ্রীলঙ্কা মিলিতভাবে আয়োজন করেছিল ২০১১ সালের বিশ্বকাপ। এ বার একক ভাবে আয়োজক ভারত। ঘরের মাঠে গত ওয়ান ডে বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হয়েছিল ভারত। এ বারও একই প্রত্যাশা থাকবে।