বান্ধবীকে উপহারে গ্যাজেট দেবেন? এগুলো ট্রাই করুন
বান্ধবীকে সারপ্রাইজ দিয়ে ইমপ্রেস করতে চাইলে এই কয়েকটা গ্যাজেট উপহার ট্রাই করতে পারেন।
মেয়েদের নাকি উপহার দেওয়ার অঢেল জিনিস। আলাদা করে বান্ধবীকে গ্যাজেট (tech gifts) কিনে দিতে চাইলে, কিছুটা থমকে যান অনেকেই। সমাজের এ এক ভুল ধারণা। মেয়েদের নাকি উপহারে গ্যাজেট পছন্দ নয়! বান্ধবীকে উপহারে গ্যাজেট দিতে চাইলে প্রথমে তাঁর প্রয়োজন জেনে নিন। সেই অনুযায়ী বাজেট প্ল্যান করুন। একান্তই তাঁকে জিজ্ঞেস করতে না চাইলে, বা সারপ্রাইজ দিয়ে ইমপ্রেস করতে চাইলে এই কয়েকটা গ্যাজেট উপহার ট্রাই করতে পারেন।
১) মোবাইলের যুগে ঘড়ি পরার অভ্যেস চলে গিয়েছে অনেকের। বন্ধুকে স্মার্ট ওয়াচ গিফট করুন। বিভিন্ন কোম্পানির হাইটেক ফিচার স্মার্ট ঘড়ি বাজারে পাওয়া যায়। আপনার বাজেট অনুযায়ী কিনতে পারেন।
২) নতুন বছরে বান্ধবীকে কিনে দিন ব্লুটুথ স্পিকার। কোন ফিচার বান্ধবীর কাজে লাগবে তা তার প্রয়োজন অনুযায়ী জেনে নিন। কম থেকে বেশি, সব রকম দামের ব্লুটুথ স্পিকার কিনতে পাওয়া যায়।
৩) ফিটনেসের বিষয়ে এখন সকলেই সচেতন। নতুন বছরে বান্ধবী যদি ওজন নিয়ন্ত্রণে রাখার রেজোলিউশন নিয়ে থাকেন, তাহলে তাঁর জন্য আদর্শ গ্যাজেট হতে পারে ফিটনেস ট্র্যাকার।
৪) মোবাইলেই এখন চটজলদি ক্যামেরার কাজ সেরে নেন সকলে। তবুও ইনস্ট্যান্ট ক্যামেরা উপহার দিতে পারেন বান্ধবীতে। আলাদা আলাদা ফিল্টার ছবিকে আরও সুন্দর করে তুলবে।
৫) বান্ধবী যদি পড়তে ভালবাসেন, তাহলে তাঁর জন্য সেরা গ্যাজেট হতে পারে ওয়াটারপ্রুফ কিন্ডেল পেপারহোয়াইট। ই-বুক পড়ার জন্য আদর্শ।
আরও পড়ুন, ২০২০ সালে টেক-গ্যাজেটের ট্রেন্ড কী? কোন জিনিসের বাড়ল বিক্রি, আমজনতার আগ্রহই বা কোনদিকে