হোয়াটসঅ্যাপের ৯ ফিচার যা থাকবে না সিগন্যালে

একনজরে দেখে নিন হোয়াটসঅ্যাপের কোন কোন সুবিধা পাবেন না সিগন্যাল অ্যাপে-

হোয়াটসঅ্যাপের ৯ ফিচার যা থাকবে না সিগন্যালে
স্ট্যাটাস আপডেট দেওয়া হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে অত্যন্ত পছন্দের বিষয়। সিগন্যাল অ্যাপে এই সুবিধা পাবেন না ইউজাররা।
Follow Us:
| Updated on: Jan 20, 2021 | 3:09 PM

পাল্লা দিয়ে বাড়ছে সিগন্যাল অ্যাপের ব্যবহার। ইতিমধ্যেই অনেক ইউজার ডাউনলোড করেছেন এই অ্যাপ। তবে হোয়াটসঅ্যাপের বেশ কিছু সুবিধা পাওয়া যাবে না এই অ্যাপে।

একনজরে দেখে নিন হোয়াটসঅ্যাপের কোন কোন সুবিধা পাবেন না সিগন্যাল অ্যাপে-

১। স্টার মেসেজ- হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কোনও ব্যক্তিগত চ্যাটবক্স বা গ্রুপ মেসেজের ক্ষেত্রে প্রয়োজনীয় মেসেজ ‘স্টার’ মার্ক করে রাখার সুবিধা ছিল। সিগন্যাল অ্যাপের ক্ষেত্রে এই সুবিধা নেই।

২। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নম্বর যুক্ত করার ক্ষেত্রে ব্যক্তিগত কিউআর কোড শেয়ার করা যেত। সিগন্যাল অ্যাপে এই সুবিধা থাকবে না।

৩। স্ট্যাটাস আপডেট দেওয়া হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে অত্যন্ত পছন্দের বিষয়। সিগন্যাল অ্যাপে এই সুবিধা পাবেন না ইউজাররা।

৪। হোয়াটসঅ্যাপের ইউজাররা কাস্টমাইজড ওয়ালপেপার রাখার সুবিধা পেতেন। সিগন্যালে এই সুবিধা নেই।

৫। হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য পেমেন্টের সুবিধা এনেছে। সিগন্যাল অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না।

৬। গ্রুপ কলিং পরিষেবা সিগন্যাল অ্যাপে থাকবে না। হোয়াটসঅ্যাপের ইউজাররা এই সুবিধা পাবেন।

৭। হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করা যায়। সিগন্যালের ক্ষেত্রে এই পরিষেবা নেই।

৮। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে একজন ইউজার চাইলে তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা বাকিরা অনলাইন রয়েছেন কিনা সেটা দেখতে পারেন। তবে সিগন্যাল অ্যাপের ক্ষেত্রে এই সুবিধে নেই।

৯। ওয়েব হোয়াটসঅ্যাপের সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা। তবে এই পরিষেবা সিগন্যাল অ্যাপ ইউজাররা পাবেন না।