প্রাইভেসি পলিসির আপডেট সংক্রান্ত সব বিভ্রান্তিমূলক তথ্যের জবাব দেওয়া হবে, জানাল হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, নতুন প্রাইভেসি পলিসির মাধ্যমে আরও বেশি সুরক্ষিত থাকবে ইউজারদের ব্যক্তিগত তথ্য।
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির আপডেট নিয়ে তরজা চলছে অনেকদিন ধরেই। এই প্রসঙ্গে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক।
সেই চিঠিরই এবার জবাব দিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। তারা জানিয়েছে, প্রাইভেসি পলিসির আপডেট সংক্রান্ত যেকোনও বিভ্রান্তিমূলক তথ্যের ব্যাপারে উপযুক্ত জবাব দেওয়া হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে আবারও জানানো হয়েছে যে এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে ইউজারদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার ব্যাপারে যথেষ্ট সতর্ক রয়েছেন তাঁরা। পাশাপাশি ফেসবুক কিংবা অন্যান্য কোনও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ইউজারদের ব্যক্তিগত তথ্য পড়তে পারবে না বলেও আশ্বাস দিয়েছে সংস্থা।
হোয়াটসঅ্যাপের তরফে এও জানানো হয়েছে প্রাইভেসি পলিসি সংক্রান্ত যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে সেই ব্যাপারে ইউজারদের সঠিক জবাব দেওয়ার জন্য কাজকর্ম শুরু করেছে কর্তৃপক্ষ। তবে আপাতত হোয়াটসঅ্যাপের তরফে বারবার স্পষ্ট ভাবে একটা কথাই বলা হয়েছে যে ফেসবুক কোনও ভাবেই হোয়াটসঅ্যাপের ইউজারদের ব্যক্তিগত তথ্য পড়তে পারবে না। বরং নতুন প্রাইভেসি পলিসির মাধ্যমে আরও বেশি সুরক্ষিত থাকবে ইউজারদের ব্যক্তিগত তথ্য।
মূলত হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আসছে এবং ইউজারদের সেই আপডেট অ্যাকসেপ্ট করতে হবে এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন প্রশ্ন উঠছিল। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে এই বিষয়েই চিঠি লিখে একগুচ্ছ প্রশ্ন করেছিল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। প্রাথমিক ভাবে হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়েছিল ৮ ফেব্রুয়ারির মধ্যে আপডেটেড প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলে ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট হবে। পরে অবশ্য সেই মেয়াদ বাড়ানো হয়েছে। আপাতত এই মেয়াদ বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছে। এই নির্দিষ্ট সময়বিধি নিয়েও প্রশ্ন তুলেছিল তথ্য সম্প্রচার মন্ত্রক।