ভারতে লঞ্চ হয়েছে Aprilia-র নতুন স্কুটার, ৫ হাজার টাকাতেই করা যাবে প্রি-বুকিং

ম্যাট ব্ল্যাক, গ্লসি হোয়াইট এবং ম্যাট ব্লু ও গ্লসি রেড রঙে পাওয়া যাবে এই স্কুটার। মাত্র ৫ হাজার টাকা দিয়ে Aprilia SXR 125 স্কুটার প্রি-বুক করতে পারবেন গ্রাহকরা।

ভারতে লঞ্চ হয়েছে Aprilia-র নতুন স্কুটার, ৫ হাজার টাকাতেই করা যাবে প্রি-বুকিং
নিরাপত্তা এবং সুরক্ষার জন্য এই স্কুটারে থাকছে Combi-brake System (CBS)।
Follow Us:
| Updated on: May 13, 2021 | 8:30 PM

ইতালিয় দু’চাকার যান নির্মাণকারী সংস্থা Aprilia তাদের নতুন স্কুটার SXR 125 লঞ্চ করেছে ভারতে। এই স্কুটারের দাম ১.১৫ লক্ষ টাকা (এক্স শোরুম)। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে Aprilia SXR 160 লঞ্চ হয়েছিল ভারতে। ওই স্কুটারের দাম ছিল ১.২৬ লক্ষ টাকা (এক্স শোরুম)।

Aprilia SXR 125 স্কুটারের বিভিন্ন ফিচার-

১। এই স্কুটারে রয়েছে তিনটি ভালভের এয়ার কুল ইউনিট। এর ইঞ্জিন ৯.৫ এইচপি এবং ৯.২ এনএম টর্ক শক্তি উৎপাদন করতে পারে। SXR 160 স্কুটারের সঙ্গে এই ইঞ্জিনের অনেক মিল রয়েছে। তবে SXR 160 স্কুটারের থেকে SXR 125 স্কুটারের ইঞ্জিন আয়তনে কিছুটা ছোট। অর্থাৎ ডিজাইনের ফারাক রয়েছে।

২। SXR 160 স্কুটারের মতোই Aprilia- র নতুন স্কুটার SXR 125- এ একই রকমের হেডল্যাম্প ডিজাইন দেখা যাবে। এই ডিজাইন একেবারেই আইডেন্টিক্যাল। অর্থাৎ বিশ্বজুড়ে Aprilia- র স্কুটারে এই ডিজাইনেরই হেডল্যাম্প থাকে। এই হেডল্যাম্পে থাকে এলইডি ইউনিট।

৩। অন্যান্য ফিচারের মধ্যে ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কস, স্কুটারের পিছনের অংশে মোনোশক সাসপেনসন, ১২ ইঞ্চির অ্যালয় হুইল এবং ব্লুটুথ কানেকটিভিটি সিস্টেম (অপশনাল)— এইসব রয়েছে Aprilia SXR 125 স্কুটারে।

৪। নিরাপত্তা এবং সুরক্ষার জন্য এই স্কুটারে থাকছে Combi-brake System (CBS)। অ্যান্টি ব্রেক সিস্টেম বা এবিএস- এর পরিবর্তে এই নতুন ব্রেকিং সিস্টেম থাকছে Aprilia SXR 125 স্কুটারে। ১৫০ সিসি-র বেশি ইঞ্জিন থাকলে সেই স্কুটারে এবিএস সিস্টেম বাধ্যতামূলক ভাবে থাকতেই হয়।

আরও পড়ুন- O2 ফর ইন্ডিয়া: বাড়ি বাড়ি অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল ওলা

ম্যাট ব্ল্যাক, গ্লসি হোয়াইট এবং ম্যাট ব্লু ও গ্লসি রেড রঙে পাওয়া যাবে এই স্কুটার। মাত্র ৫ হাজার টাকা দিয়ে Aprilia SXR 125 স্কুটার প্রি-বুক করতে পারবেন গ্রাহকরা। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই হবে প্রি-বুকিং। এছাড়া কেউ চাইলে ডিলারশিপের দোকানে গিয়ে দেখেশুনেও স্কুটার প্রি-বুক করতে পারেন।