রাহুল দ্রাবিড়ের পাশাপাশি আপনারও স্ট্রেস কমাবে Ather Energy- র ই-স্কুটার, টুইটে কী লিখল বেঙ্গালুরুর সংস্থা?
বেঙ্গালুরুর ইন্দিরানগরেই ডিফেন্স কলোনির কাছে ১০০ ফুট রোড এলাকায় রয়েছে Ather Energy- র একটি শোরুম। সেখান থেকেই ই-স্কুটার নিয়ে টেস্ট ড্রাইভে যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থা।
শনিবার সকাল থেকেই টুইটারে ট্রেন্ডিং রয়েছে রাহুল দ্রাবিড়। বিজ্ঞাপনে রাহুলের ‘অ্যাংরি’ অবতার দেখে চমকে গিয়েছেন নেটিজ়েনরা। ওই বিজ্ঞাপনের প্রায় সব দৃশ্যেই দেখা গিয়েছে প্রচণ্ড ‘স্ট্রেস’- এ রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তবে এই স্ট্রেস কমানোর দাওয়াই নিয়ে হাজির হয়েছে Ather Energy। বেঙ্গালুরুর একটি ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপের তরফে টুইট করে বলা হয়েছে দ্রাবিড়ের মতো যাঁদের জীবনে ভীষণরকম স্ট্রেস রয়েছে তাঁদের সব রাগ-হতাশা-স্ট্রেস দূর করতে হাজির রয়েছে Ather Energy- র অত্যাধুনিক দু’চাকার যান।
বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের পর দিল্লি, মুম্বই, জয়পুর এবং অন্যান্য শহরেও ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে Ather Energy। এই ইলেকট্রিক ভেহিকেল নির্মাণ সংস্থা এর আগেও নিজের প্রতিপক্ষ ওলা’র জন্য বেশ মজাদার টুইট করেছিল। এপ্রিল ফুল অর্থাৎ চলতি মাসের পয়লা তারিখে ওলা’র তরফে একটি টুইট করা হয়েছিল যা দেখে চমকে গিয়েছিলেন নেটিজ়েনরা। কারণ সেই টুইটে বলা হয়েছিল চালকহীন এক উড়ন্ত গাড়ি অর্থাৎ আকাশপথে চলার গাড়ি নির্মাণ করছে ওলা। এরপরই বোঝা যায় এটি আসলে পয়লা এপ্রিলের নিছক মজা। তবে Ather Energy সুযোগ ছাড়েনি। টুইট করে তারা লিখেছিল, “আশা করি ওলার স্কুটি এপ্রিল ফুলের মজার মতো হবে না।”
Cut the stress. Switch to Ather instead. Test rides on at 100 ft rd #Indiranagar.Gundas also welcome. https://t.co/SZUi9ols6T
— Ather Energy (@atherenergy) April 9, 2021
মশকরা করা যে Ather Energy সংস্থার স্বভাবজাত তা আবারও দেখা গেল। এবার রাহুল দ্রাবিড়ের বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর টুইট করে বেঙ্গালুরুর এই সংস্থা লিখেছে, “স্ট্রেস কমাতে Ather- এর হাত ধরুন। ইন্দিরানগরের রাস্তায় টেস্ট ড্রাইভ করলে গুন্ডারাও একে ভালবাসবে।” প্রসঙ্গত উল্লেখ্য, এদিনের ভাইরাল হওয়া বিজ্ঞাপনে নিজেকে ‘ইন্দিরানগর কা গুন্ডা’ বলে ঘোষণা করেছেন রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন- স্কুটিতে ব্লুটুথ কানেকশন, ভারতে কোন কোন স্কুটারে এই পরিষেবা পাওয়া যায়? দেখে নিন
জানা গিয়েছে, বেঙ্গালুরুর ইন্দিরানগরেই ডিফেন্স কলোনির কাছে ১০০ ফুট রোড এলাকায় রয়েছে Ather Energy- র একটি শোরুম। সেখান থেকেই ই-স্কুটার নিয়ে টেস্ট ড্রাইভে যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থা। আপাতত দু’টি মডেল লঞ্চ হয়েছে ভারতে। ৪৫০ এক্স এবং ৪৫০ প্লাস। ৪৫০ এক্স- এর দাম ১.৪৬ লক্ষ টাকা। আর ৪৫০ প্লাসের দাম ১.২৭ লক্ষ টাকা। দু’ক্ষেত্রেই দাম এক্স শোরুম দিল্লি অনুযায়ী বলা হয়েছে।