Renault Cars Discount: চলতি মার্চে অভাবনীয় অফার Renault-র গাড়িতে, মাস পেরোলেই মিস!
Discount On Renault Cars: Renault-এর তরফে চলতি বছরের মার্চ মাসে তাদের কিছু বিশেষ হ্যাচব্যাক গাড়িতে দারুণ অফার দেওয়া হচ্ছে। এই অফারগুলি 31 মার্চ পর্যন্ত পাওয়া যাবে।
Renault Kwid Price: Renault-এর হ্যাচব্যাক গাড়ি কেনার প্ল্য়ান করেছেন? তবে এর থেকে ভাল সময় আর হতে পারে না। Renault-এর তরফে চলতি বছরের মার্চ মাসে তাদের কিছু বিশেষ হ্যাচব্যাক গাড়িতে দারুণ অফার দেওয়া হচ্ছে। এই অফারগুলি 31 মার্চ পর্যন্ত পাওয়া যাবে। ডিসকাউন্ট অফারের মধ্যে, নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট বোনাসের মতো অনেক অফার কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তাই আর দেরি না করে দেখে নিন কোন কোন গাড়ির উপর এই সব ছাড় দেওয়া হচ্ছে।
Renault Kwid
Renaul-এর ছোট হ্যাচব্যাক Kwid, ভারতের একটি জনপ্রিয় গাড়ি। এই গাড়িটিতে কোম্পানি চলতি বছরের মার্চ মাসে 57,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আপনি 2022 সালে তৈরি Kwid-এ 57,000 টাকার অফারটি পাবেন। কোম্পানি ম্যানুয়াল ট্রান্সমিশনে Kwid-এর উপর 20,000 টাকার নগদ ছাড় দিচ্ছে। আর অটোমেটিক ট্রান্সমিশনে Kwid কেনার উপর 25,000 টাকার নগদ ছাড় পেয়ে যাবেন। এছাড়াও এক্সচেঞ্জ বোনাসে 20 হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে। Renault Kwid-এর এক্স-শোরুম দাম 4.70 লক্ষ টাকা থেকে শুরু। তাহলে এবার ভাবুন, আপনি গাড়িটি কত কমে কিনতে পারবেন।
Renault Triber
Renault Triber হল Renault-এর সবচেয়ে কম দামের সাত সিটার গাড়িগুলির মধ্যে একটি। Triber ভারতীয় বাজারে বিরাট জনপ্রিয় একটি সাত সিটার গাড়ি। সাত-সিটের MPV Triber-এর এক্স শোরুম দাম 5.99 লক্ষ টাকা থেকে শুরু। কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটি 2022 সালে তৈরি Triber-এ 62,000 টাকার অফার দিচ্ছে। এর মধ্যে কিছু ভ্য়ারিয়েন্টে 25 হাজার টাকার নগদ ছাড়ও দেওয়া হচ্ছে। আবার এক্সচেঞ্জ বোনাসে হিসাবে 25 হাজার টাকার ছাড় পেয়ে যাবেন।
এছাড়াও কোম্পানি ট্রাইবারের BS-6-এর দ্বিতীয় ভ্য়ারিয়েন্টে সর্বোচ্চ 47,000 টাকার অফার দিচ্ছে। এতে এক্সচেঞ্জ বোনাস হিসাবে 25,000 টাকার ছাড় পেয়ে যাবেন। আর গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য অতিরিক্ত পাঁচ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। RXE, RXL, RXT ও RXZ- এই চার ট্রিম রয়েছে গাড়িটির সাব-4 মিটারে। রয়েছে 20টি স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট ফিচার্স। LED ক্লাস্টার, ইজি ফিক্স সিট, SUV স্কিড প্লেট-এর মতো 30টি দুর্দান্ত ফিচার্স রয়েছে এই গাড়িতে।