OLA-র ইলেকট্রিক স্কুটারে দেদার ছাড়, কিনতে লাগবে না 1 টাকাও

Ola S1 and S1 Pro Discount Price: কোম্পানিটি তার S1 এবং S1 Pro ইলেকট্রিক স্কুটারগুলিতে 12,000 টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। Ola S1-এ 10,000 টাকা এবং Ola S1 Pro-তে 12,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

OLA-র ইলেকট্রিক স্কুটারে দেদার ছাড়, কিনতে লাগবে না 1 টাকাও
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 10:16 AM

Ola Electric scooter: ভারতে ইলেকট্রিক টু-হুইলার কোম্পানিগুলির মধ্যে একটি জনপ্রিয় কোম্পানি Ola Electric। কোম্পানিটি তার S1 এবং S1 Pro ইলেকট্রিক স্কুটারগুলিতে 12,000 টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। Ola S1-এ 10,000 টাকা এবং Ola S1 Pro-তে 12,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, গ্রাহকদের কোম্পানির সাবস্ক্রিপশন থাকলে, সেই প্ল্যানে Ola Care প্লাস-এ 50 শতাংশ ছাড় দিচ্ছে। এই অফারগুলি শুধুমাত্র 18 এবং 19 ফেব্রুয়ারি দুই দিনের জন্য উপলব্ধ। একটি টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। তবে এই দুর্দান্ত অফার সম্পর্কে জেনে বিস্তারিত জেনে নিন।

Ola চলতি বছরের জানুয়ারি মাসে সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। এই প্ল্যানগুলির নাম হল ওলা কেয়ার (Ola Care) এবং ওলা কেয়ার+ (Ola Care+)। যার দাম 1,999 টাকা এবং 2,999 টাকা। সাবস্ক্রিপশন প্ল্যানে কোম্পানি অনেক অফার দিচ্ছে। ওলা কেয়ার প্ল্যানে দেওয়া হচ্ছে বিনামূল্যে শ্রম পরিষেবা। এছাড়াও রাস্তার ধারে কোনওরকম পাঙ্কচার বা চুরি হলে, ওলা কেয়ার হেল্পলাইন নম্বরে ফোন করো তাদের জানাতো হবে। তারপরে তারা সেখানে সাহায্য়ের জন্য় পৌঁছে যাবে। ওলা কেয়ার+ ছাড়াও, ওলা কেয়ার সুবিধাগুলির মধ্যে রয়েছে ডায়াগনস্টিক, বিনামূল্যে হোম পরিষেবা এবং পিক-আপ/ড্রপ, 24/7 ডাক্তার এবং অ্যাম্বুলেন্স পরিষেবা।

Ola S1-এর প্রারম্ভিক দাম 99,999 টাকা। এর রেঞ্জ 121 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 90 কিলোমিটার। এটি মাত্র 3.6 সেকেন্ডে 0 থেকে 40 কিমি প্রতি ঘণ্টা বেগ পেতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ শক্তি 8.5 কিলোওয়াট। আর অন্য়দিকে Ola S1 Pro এর প্রারম্ভিক দাম 1.40 লাখ। এটি 170 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। এটি চার্জ হতে প্রায় 6.5 ঘন্টা সময় নেয়। এটি 2.9 সেকেন্ডে 0 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে। ইকো, নরমাল, স্পোর্টস এবং হাইপারের মতো ড্রাইভিং মোডও রয়েছে এতে।

olaa

সম্প্রতি, কোম্পানিটি ঘোষণা করেছে, চলতি বছরের মার্চের মধ্যে এক্সপেরিয়েন্স সেন্টারের সংখ্য়া বাড়িয়ে 500 করবে। ওলা ইলেকট্রিক শুধুমাত্র D2C মডেলের ইলেকট্রিক স্কুটার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । 2022-এ কোম্পানিটি এক্সপেরিয়েন্স সেন্টার খোলা শুরু করে। তাদের সংখ্যা বেড়ে বর্তমানে 200-এর বেশি হয়েছে।

কোম্পানিটি বলেছে, “ওলার এক্সপেরিয়েন্স সেন্টারগুলি শুরু থেকেই মানুষের মধ্য়ে বেশ জনপ্রিয় হয়েছে। এর মাধ্যমেই আমরা গ্রাহকদের কাছাকাছি পৌঁছেছি। এই এক্সপেরিয়েন্স সেন্টারগুলিতে এবার থেকে ইলেকট্রিক স্কুটার কেনার পাশাপাশি গ্রাহকরা পরিষেবাও পাবেন। ” ওলা ইলেকট্রিক S1 এবং S1 Air এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ওলা ইলেকট্রিক 2024-এর দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে পারে। এই বৈদ্যুতিক গাড়ির এক্সপেরিমেন্ট শুরু হয়ে গিয়েছে।