Ampere Primus E-Scooter: এক লাখি এই ইলেকট্রিক স্কুটার এক চার্জে ছুটবে 100 কিলোমিটার
Greaves Ampere Primus Electric Scooter: গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি(Greaves Electric Mobility) তাদের হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার অ্যাম্পিয়ার প্রাইমাস (Ampere Primus) লঞ্চ করল। স্কুটারটির এক্স-শোরুম দাম 1 লাখ টাকা। তবে বিভিন্ন শহরে অন-রোড দাম 1 লাখ টাকার কম হবে।
Latest e-Scooter: পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ইলেকট্রিক স্কুটারের দিকে বেশি ঝুঁকছে। বাজারে একের পর এক উন্নতমানের ইলেকট্রিক স্কুটার রয়েছে। এবার গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি(Greaves Electric Mobility) তাদের হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার অ্যাম্পিয়ার প্রাইমাস (Ampere Primus) লঞ্চ করল। স্কুটারটির এক্স-শোরুম দাম 1 লাখ টাকা। তবে বিভিন্ন শহরে অন-রোড দাম 1 লাখ টাকার কম হবে। Greaves Ampere Primus-তে একটি 3 kWh LFP ব্যাটারি প্যাক রয়েছে। যা একবার চার্জে 100 কিমি রেঞ্জ দাবি করে। এছাড়াও একটি ইকো মোড রয়েছে, যাতে আরও রেঞ্জ পাওয়া যাবে। ভারতে Greaves Ampere Primus এর দাম 1,09,900 টাকা (এক্স-শোরুম)।
Greaves Ampere Primus-এর বুকিং:
আপনি খুব কম টাকায় এই স্কুটারটি বুক করতে পারবেন। Ampere Primus-এর বুকিং অনলাইনে বা ডিলারশিপে 499 টাকায় করতে পারবেন। কিন্তু এই অফার সীমিত সময়ের জন্য রাখা হয়েছে। ইলেকট্রিক স্কুটারটি ম্যাট ফিনিশ সহ ডুয়াল-টোন বডি প্যানেলের সঙ্গে আসে। এটিতে চারটি রঙের বিকল্প রয়েছে- হিমালয়ান হোয়াইট, হ্যাভলক ব্লু, বাক ব্ল্যাক এবং রয়্যাল অরেঞ্জ।
Greaves Ampere Primus-এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন:
গ্রীভস অ্যাম্পিয়ার (প্রাইমাস Greaves Ampere Primus)-এ একটি 3 kWh LFP ব্যাটারি রয়েছে। যা একটি স্মার্ট BMS দিয়ে তৈরি। এটি পাওয়ার মোডে প্রতি চার্জে 100 কিমি রেঞ্জ দাবি করে। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, ইকো মোডে ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ আরও বাড়ে। এর সর্বোচ্চ গতি 77 কিমি প্রতি ঘণ্টা। অ্যাম্পিয়ার প্রাইমাস ইলেকট্রিক স্কুটারটি 5 সেকেন্ডেরও কম সময়ে 0-40 kmph স্পিড তুলতে পারে। গ্রীভস অ্যাম্পিয়ার প্রাইমাস ইলেকট্রিক স্কুটারটি চারটি মোড অফার করে। যার মধ্যে রয়েছে ইকো, সিটি, পাওয়ার এবং রিভার্স। ইলেকট্রিক স্কুটারটি ফোন অ্যাপের সঙ্গে ব্লুটুথ কানেক্ট এবং নেভিগেশনও করতে পারে। প্রাইমাস অ্যাম্পিয়ারের অন্যতম ফ্ল্যাগশিপ স্কুটার। এটি খুব ভেবেচিন্তে ডিজাইন করা হয়েছে।