Honda এবার ভারতে 500-750 cc ইলেকট্রিক বাইক নিয়ে আসছে, 2025 সালের মধ্যেই রাস্তায়

Honda Motors 500cc-750cc সেগমেন্টের ইলেকট্রিক বাইক নিয়ে আসছে সংস্থাটি। Honda Motor কোম্পানির ডিরেক্টর শিনজি আওয়ামা জানিয়েছেন, তাঁর সংস্থা একটি 'মজাদার' ইলেকট্রিক মোটরসাইকেল ডেভেলপ করছে, যাতে 500-750 cc টু-সিলিন্ডার ইঞ্জিন থাকবে।

Honda এবার ভারতে 500-750 cc ইলেকট্রিক বাইক নিয়ে আসছে, 2025 সালের মধ্যেই রাস্তায়
চমৎকার ইলেকট্রিক বাইক নিয়ে আসছে হন্ডা।
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 6:21 PM

Honda Electric Bike: একাধিক সংস্থা দেশে ইলেকট্রিক স্কুটার, বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার Hondaও ভারতে তাদের ইলেকট্রিক বাইক লঞ্চের তোড়জোড় শুরু করে দিয়েছে। HT Auto-র একটি রিপোর্ট অনুযায়ী, 500cc-750cc সেগমেন্টের ইলেকট্রিক বাইক নিয়ে আসছে সংস্থাটি। Honda Motor কোম্পানির ডিরেক্টর শিনজি আওয়ামা জানিয়েছেন, তাঁর সংস্থা একটি ‘মজাদার’ ইলেকট্রিক মোটরসাইকেল ডেভেলপ করছে, যাতে 500-750 cc টু-সিলিন্ডার ইঞ্জিন থাকবে।

রিপোর্ট অনুযায়ী, সেই Honda Electric Motorcycle মূলত ফোকাস করতে চলেছে বাইকের প্রাত্যহিক পারফরম্যান্সের উপরে। তার সঙ্গে ই-বাইকটির মজাদার দিকগুলি তো থাকছেই। এই বিদ্যুচ্চালিত বাইক সম্পর্কে বিস্তারিত তথ্য না জানা গেলেও তার বডি স্টাইলগুলি ইতিমধ্যেই থাকা ICE প্ল্যাটফর্মের মতো অনেকাংশেই এক হতে চলেছে। কোম্পানির টাইমলাইন অনুযায়ী, 2025 সাল নাগাদ Honda তার 750cc বাইকগুলি বাজারে নিয়ে আসবে।

চলতি বছরের মার্চেই Honda ঘোষণা করেছিল, 2024 সালের মার্চ মাস নাগাদ তারা দেশের বাজারে দু-চাকার ইলেকট্রিক ভেহিকল লঞ্চ করবে। সে সময় সংস্থাটি জানিয়েছিল, পরবর্তী আর্থিক বর্ষের মধ্যে তারা দুটি ইলেকট্রিক ভেহিকল লঞ্চ করবে, যেগুলি সোয়্যাপেবল ব্যাটারি সাপোর্ট করবে। তার জন্য অটোমেকারটি কর্ণাটকের নারসাপুরায় ইলেকট্রিক ভেহিকল তৈরি করতে আলাদা একটি ইউনিটও তৈরি করছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 2030 সালের মধ্যে 10 লাখ ইলেকট্রিক ভেহিকল তৈরির টার্গেট নিয়েছে।

হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট এবং সিইও আতসুশি ওগাতা বলছিলেন, “ভারতে বৈদ্যুতিক গতিশীলতা যে হারে বাড়ছে, তাতে আমাদের লক্ষ্য হল দেশের সেরা ইভি কাঠামো তৈরি করা। আমাদের ইলেকট্রিক ভেহিকল ব্যবসার প্রয়োজনীয়তা পূরণ করতে আমরা কর্ণাটকে একটি কারখানাও তৈরি করছি।”

তিনি আরও যোগ করে বলছেন, তাদের সংস্থা স্থানীয়করণের দিকে মনোনিবেশ করবে, ব্যাটারি এবং পিসিইউ-র মতো অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলি ভারতেই তৈরি করা হবে। সংস্থাটি জোর দিয়ে বলছে, তাদের ইলেকট্রিক বাইকের মোটর থেকে শুরু করে যাবতীয় সবকিছু ভারতেই তৈরি করা হবে।