খুব কম দামে Motovolt M7 ই-স্কুটার লঞ্চ হল ভারতে, এই প্রথম আনলিমিটেড ব্যাটারির অফার
Auto Expo 2023 ইভেন্টে সেই Motovolt M7 ইলেকট্রিক স্কুটারের পর্দা উন্মোচিত হয়েছে। সহজে বহনযোগ্য একজোড়া রিমুভেবল ব্যাটারি রয়েছে, যাদের প্রত্যেকের ওজন 10 Kg। ঝক্কিহীন চালন অভিজ্ঞতা সঞ্চয়ে এই ই-স্কুটারটি কানেক্ট করা যাবে Motovolt অ্যাপের সঙ্গে।
Latest E-Scooter: ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড Motovolt তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। গ্রেটার নয়ডায় আয়োজিত Auto Expo 2023 শীর্ষক ইভেন্টে সেই Motovolt M7 ইলেকট্রিক স্কুটারের পর্দা উন্মোচিত হয়েছে। চালকের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই মাল্টি-পার্পাজ় ইলেকট্রিক স্কুটারটি কাস্টমাইজ়ড রাখা হয়েছে। মালপত্র বোঝাই করার জন্য স্কুটারের পিছনে রয়েছে পার্পাজ়-বিল্ট স্টোরেজ, যা বেশ শক্তপোক্ত এবং অনেকটা মাল বহন করতে সক্ষম।
Motovolt M7 ইলেকট্রিক স্কুটারে ডিটাচেবল পিলিয়ন সিট রয়েছে। সহজে বহনযোগ্য একজোড়া রিমুভেবল ব্যাটারি রয়েছে, যাদের প্রত্যেকের ওজন 10 Kg। ঝক্কিহীন চালন অভিজ্ঞতা সঞ্চয়ে এই ই-স্কুটারটি কানেক্ট করা যাবে Motovolt অ্যাপের সঙ্গে।
কাস্টমাররা যাতে চিন্তামুক্ত হয়ে এই ইলেকট্রিক স্কুটারটি ক্রয় করতে পারেন, তার জন্য একটি সাবস্ক্রিপশন মডেলও রেখেছে Motovolt নামক ই-ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটি। এর ফলে মার্কেটের অন্যান্য ই-স্কুটারগুলির তুলনায় এই Motovolt M7 E-Scooter কেনার কাজ আরও সহজ হয়ে যাবে। এক্কেবারে শেষ প্রান্তের গ্রাহকের কাছে স্কুটারটি পৌঁছে দিয়ে ইন্ডাস্ট্রির প্রথম আনলিমিটেড ব্যাটারি লাইফের অফার দিতে চলেছে সংস্থাটি। হ্যাঁ, এই প্রথম কোনও ইলেকট্রিক স্কুটারে আনলিমিটেড ব্যাটারির অফার দেওয়া হবে।
Motovolt M7 ই-স্কুটারে যে ব্যাটারি দেওয়া হয়েছে, তা AIS 156 ফেজ় 2 কমপ্লায়েন্ট। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এই ই-স্কুটারের ব্যাটারি ফায়ারপ্রুফ। অর্থাৎ তাতে কখনও আগুন ধরার সম্ভাবনা নেই। এই ইলেকট্রিক স্কুটারটির সেফটি কোশন্ট অনেকটা উন্নত করা হয়েছে যদি শুধু ব্যাটারির দিকটাই ধরা হয়। কারণ, বিগত কিছু মাসে দেশে একাধিক ইলেকট্রিক স্কুটারে আগুন ধরার ঘটনা সামনে এসেছে। পাশাপাশি স্কুটারে ব্যবহৃত ব্যাটারিগুলি সোয়্যাপেবলও।
ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক এই সংস্থা Motovolt সম্প্রতি দুবাইয়ের একটি কোম্পানি থেকে 16 কোটি টাকা ফান্ড রেইজ় করেছে। 22-23 আর্থিক বর্ষের শেষে সংস্থাটি তাদের ডিস্ট্রিবিউশন টাচ পয়েন্ট আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। M7 ইলেকট্রিক স্কুটারটি সেই লক্ষ্যমাত্রারই অঙ্গ বিশেষ। জানা গিয়েছে, মার্কেটে উপলব্ধ অন্যান্য ই-স্কুটারের থেকে Motovolt M7-এর দাম অনেকটাই কম। তবে নির্দিষ্ট করে দাম এখনও জানায়নি সংস্থাটি। এছাড়া, কবে থেকে স্কুটারটি কেনা যাবে এবং কবে থেকেই বা তার ডেলিভারি শুরু হবে সে বিষয়েও কিছু জানা যায়নি।