RunR HS ইলেকট্রিক স্কুটার লঞ্চ 1.25 লাখে, রিমুভেবল ব্যাটারি, এক চার্জে 100 কিলোমিটার রেঞ্জ

RunR HS নতুন ইলেকট্রিক স্কুটারের দাম 1.25 লাখ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ এই ই-স্কুটারের দাম Ola S1 এবং Ola S1 Pro-র থেকে অনেকটাই কম। এখন এতটা কম দামে ওলার ইলেকট্রিক স্কুটারগুলিকে টক্কর দেওয়ার মতো কী ক্ষমতা রয়েছে?

RunR HS ইলেকট্রিক স্কুটার লঞ্চ 1.25 লাখে, রিমুভেবল ব্যাটারি, এক চার্জে 100 কিলোমিটার রেঞ্জ
এসে গেল চমৎকার এক ইলেকট্রিক স্কুটার।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 10:28 PM

Latest E-Scooter: নতুন ইলেকট্রিক স্কুটার চিন্তাভাবনা করছেন? আপনার জন্য সস্তার চমৎকার মডেল নিয়ে হাজির হয়েছে RunR নামের এক ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা। মডেলটির নাম RunR HS। নতুন ইলেকট্রিক স্কুটারের দাম 1.25 লাখ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ এই ই-স্কুটারের দাম Ola S1 এবং Ola S1 Pro-র থেকে অনেকটাই কম। এখন এতটা কম দামে ওলার ইলেকট্রিক স্কুটারগুলিকে টক্কর দেওয়ার মতো কী ক্ষমতা রয়েছে RunR HS এর, সেগুলোই একবার দেখে নেওয়া যাক।

RunR HS ই-স্কুটারে রয়েছে একটি 60V 40AH লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি আবার রিমুভেবল, অর্থাৎ ব্যাটারি আপনি খুলে রেখে আলাদা ভাবে চার্জ দিতে পারেন। দুর্ধর্ষ রেঞ্জও দিচ্ছে ই-স্কুটারটি। এক চার্জে 100 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারবে এই ইলেকট্রিক স্কুটার। তার থেকেও বড় কথা হল, রেঞ্জের পাশাপাশি RunR HS ইলেকট্রিক স্কুটারের স্পিডও চমৎকার। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, এক ঘণ্টায় 70 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারবে ই-স্কুটারটি।

অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে RunR HS ইলেকট্রিক স্কুটারে রয়েছে অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে এতে। পাশাপাশি লুমিনস LED টেইল লাইটের মতোও আকর্ষণীয় ফিচার্স পেয়েছে স্কুটারটি। এছাড়া রয়েছে অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, যা চোরের বদবুদ্ধি থেকে আপনাকে রক্ষা করবে এবং ডিভাইস লোকেটর ও ডিজিটাল ক্লাস্টার।

RunR HS ইলেকট্রিক স্কুটারের সবথেকে আকর্ষণীয় ফিচার হল তার ব্যাটারি চার্জিং প্রযুক্তি। তার মধ্যেই রয়েছে রিয়্যাল টাইম ব্যাটারি ইনফর্মেশন। বেশির ভাগ ইলেকট্রিক স্কুটারেই যাদের ব্যাটারি খোলার অপশন নেই, তাদের স্কুটার দেখেই দেখতে হয় ব্যাটারির যাবতীয় তথ্য। তবে এই নতুন RunR HS ই-স্কুটারে আপনি আলাদা করে ব্যাটারিও স্কুটারেও তার সব তথ্য দেখে নিতে পারবেন। ফলে, স্কুটার ছাড়া ব্যাটারিটি আপনি যখন চার্জ দেবেন, তা আপনার জন্য সুবিধার হবে।

এখন এই স্কুটারের এমন অনেক ফিচার্সই ওলা এস সিরিজ়ের ই-স্কুটারেও রয়েছে। তবে, Ola S1 Pro-তে কিন্তু রিমুভেবল ব্যাটারির অপশন নেই। সেই দিক থেকে দেখতে গেলে RunR HS ইলেকট্রিক স্কুটার আপনার জন্য সবক্ষেত্রেই সেরা।