Driving Licence ছাড়াই চালান বাইক বা গাড়ি, জরিমানার টেনশন নেই! শুধু এই কৌশলটা জেনে রাখুন
Driving Licence News: অনেকেই আছেন, যাঁরা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে ভুলে যান। তাঁদের জন্য একটি চমৎকার উপায় আছে। অনলাইনে সেই কাজটি করে নিলে আর কখনও ড্রাইভিং লাইসেন্স ক্যারি করতে হবে না। কী সেই কাজ, সবিস্তারে এখনই জেনে নিন।
Driving Licence In DigiLokcer: দু-চাকা হোক বা চারচাকা, আপনি এখন যে যানই চালান না কেন, Driving Licenceটা কিন্তু জরুরি। খুবই জরুরি। যে কোনও সময় আপনাকে রাস্তায় পুলিশ ধরতেই পারে, আর আপনার ড্রাইভিং লাইসেন্সটাও দেখাতে হতে পারে। আর আপনি যদি তা দেখাতে না পারেন, তাহলে ফাইন দিতে হবে আপনাকে। সচরাচর এই ভুলটা আমরা করি না। যখনই বাড়ির বাইরে বাইক বা ফোর হুইলার নিয়ে বেরোই, সঙ্গে রেখে দিই DL। কিন্তু অনেকেই আছেন, যাঁরা অতি মূল্যবান এই ডকুমেন্টটি সঙ্গে রাখতে ভুলে যান। তাই, তাঁদের জন্য একটি চমৎকার উপায় আছে। Driving Licence আপনি ফোনেই ডাউনলোড করতে নিতে পারেন। তার জন্য ডকুমেন্টটা আর ক্যারি করতে হবে না। কীভাবে সম্ভব তা?
DigiLocker অ্যাপ সাহায্য করে আপনাকে
ডিজিলকার অ্যাপের নামটা নিশ্চয়ই শুনেছেন। সরকারি অ্যাপ এটি, যেখানে আপনার সব জরুরি ডকুমেন্টের সফ্ট কপি ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এই DigiLocker অ্যাপেই আপনি আপনার Driving Licence-এর সফট কপি ডাউনলোড করে রেখে দিতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্সের সফ্ট কপি ডাউনলোড করা থাকলে, আপনি গাড়ি নিয়ে বেরোলে লাইসেন্স সঙ্গে না রেখেও ট্রাফিক পুলিশকে তা দেখিয়ে দিতে পারবেন। অনলাইনে গুগল প্লে স্টোর থেকেই আপনি Digilocker Appটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার পর কীভাবে তাতে আপনার ড্রাইভিং লাইসেন্স সেভ করবেন, সেই প্রক্রিয়াটিই দেখে নিন।
DigiLocker অ্যাপে Driving Licence সেভ করবেন কীভাবে
* প্রথমেই আপনাকে ফোন থেকে DigiLocker অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে, যার জন্য এক টাকাও খরচ করতে হবে না।
* তারপর Aadhaar Card-এর মাধ্যমে আপনার ডিজিলকার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হবে।
* এবার অ্যাপের ডকুমেন্ট অপশনে গিয়ে আপনাকে ট্রান্সপোর্ট প্যানেল অপশনটি সার্চ করতে হবে।
* এখানেই আপনি Driving Licence অপশনটি পেয়ে যাবেন। সেটি সিলেক্ট করুন।
* এবার আপনাকে পরিবহন বিভাগ বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চাওয়া হবে। সেখানে আপনাকে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়কে বেছে নিতে হবে।
* তারপরে ড্রাইভিং লাইসেন্স নম্বরটি দিয়ে দিতে হবে। এবার একটি Get Document অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
* এভাবেই আপনার DigiLocker অ্যাপে ড্রাইভিং লাইসেন্সটি সেভ হয়ে যাবে।
DigiLocker: কী সুবিধা?
DigiLocker-এ যে কোনও নথি সংরক্ষণ করার সবথেকে বড় সুবিধা হল, আপনি গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি নিয়ে বেরোতে ভুলে গেলেও তার সফ্ট কপি দেখিয়ে কাজ সেরে ফেলতে পারেন। ডিজিলকারে সংরক্ষিত যে কোনও নথি, যে কোনও সরকারি কাজের জন্য বৈধ। ড্রাইভিং লাইসেন্স ছাড়াও এই অ্যাপে আপনি আধার থেকে শুরু করে প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি সংরক্ষণ করতে পারেন।