আরও বেশি করে নিউজ ফিড নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা, যুক্ত হল ‘ফিড ফিল্টার বার’

ফেসবুকের অ্যানড্রয়েড ভার্সানে চালু হলেও ওয়েব ভার্সানে এখনও এই সমস্ত ফিচার চালু হয়নি।

আরও বেশি করে নিউজ ফিড নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা, যুক্ত হল 'ফিড ফিল্টার বার'
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের নির্বাচন করা অ্যালগোরিদমে সাজানো নিউজ ফিড দেখতে অনেক ইউজারই পছন্দ করেন না।
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 10:53 AM

ফেসবুকে আপনি কী দেখবেন, কীভাবে দেখবেন, কী শেয়ার করবেন, এই সবকিছু এবার নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা। বেশ কিছু নতুন ফিচার চালু করেছে ফেসবুক। যার সাহায্যে নিউজ ফিডে আপনার কাছে  কী ধরণের খবর আসবে এবং কোন অ্যালগোরিদমে আসবে, সবটাই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ‘নিউজ ফিড ফিল্টার বার’, এই ফিচারের সাহায্যে পোস্টের ক্রোনোলজি নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা।

ফেসবুকের অ্যালগোরিদমের উপর ভরসা না করে, বরং এবার ইউজাররাই রেগুলার নিউজ ফিড, মোস্ট রিসেন্ট ফিড আর ‘ফেভারিট’ পোস্টের মধ্যে পছন্দসই অপশন বেছে নিতে পারবেন। আসলে এটি একটি রিভার্স ক্রোনোলজিকাল ফিড। আপাতত ফেসবুকের অ্যানড্রয়েড ভার্সানের জন্য ‘ফেভারিটস’ এবং ‘রিসেন্ট’ এই দু’টি ফিল্টার চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইওএস ভার্সানেও এইসব ফিল্টার লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের নির্বাচন করা অ্যালগোরিদমে সাজানো নিউজ ফিড দেখতে অনেক ইউজারই পছন্দ করেন না। সেক্ষেত্রে ‘মোস্ট রিসেন্ট পোস্ট’ দিয়ে ফিড সাজানোর অপশন পাবেন ইউজাররা। এক্ষেত্রে আপনার বন্ধুতালিকায় থাকা ব্যক্তিরা যা যা শেয়ার করবেন সেইসবই আপনি দেখতে পাবেন আপনার নিউজ ফিডে। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার রম্যা সেতুরমন জানিয়েছেন, এই নতুন টুলের সাহায্যে ইউজাররা নিজেদের পছন্দ এবং আগ্রহ অনুযায়ী নিউজ ফিডে সাজাতে পারবেন।

ফেসবুকের অ্যানড্রয়েড ভার্সানে চালু হলেও ওয়েব ভার্সানে এখনও এই সমস্ত ফিচার চালু হয়নি। গতবছর অক্টোবর মাসে ‘ফেভারিটস’ ফিচার লঞ্চ করেছিল ফেসবুক। সেই তালিকাতেই সংযোজন হয়েছে ‘ফিড ফিল্টার বার’। এর সাহায্যে ৩০ জন বন্ধু এবং তাঁদের পেজের বিভিন্ন পোস্ট বেছে নিতে পারবেন একজন ইউজার।