IND vs NZ: ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচে 5.3 কোটি ভিউয়ারের রেকর্ড Hotstar-এ, বিশ্বকাপ ফাইনালও ফ্রি
ICC World Cup 2023: শুধুই কোহলির রেকর্ড ব্রেকিং হয়নি, সেই সঙ্গে হয়েছে Disney+ Hotstar-এরও। জানলে অবাক হবেন, ডিজনি+ হটস্টারে 5.3 কোটি মানুষ সেমিফাইনাল ম্যাচটি লাইভ দেখছেন। কিন্তু কীভাবে Hotstar-এ বিনামূল্যে বিশ্বকাপ দেখবেন?
রাস্তা-ঘাটে, বাসে, ট্রামে, ট্রেনের ভিড়ে প্রায় সবার নজর স্মার্টফোনে। টান টান উত্তেজনা। বিরাট কোহলির রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি, মহম্মদ শামির 7 উইকেট এবং টিম ইন্ডিয়ার বিজয়যাত্রা সব কিছু শুধু মাত্র টিভিতে নয়, চোখ ছিল স্মার্টফোনের স্ক্রিনেও। গতকাল অর্থাৎ 15 নভেম্বর, সেমিফাইনালে টস জিতে এবং প্রশংসনীয় রান করে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ করেছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড ভারতের সেই স্কোর ভাঙতে পারেনি এবং টিম ইন্ডিয়া ম্যাচ জেতে 70 রানে। শুধুই কোহলির রেকর্ড ব্রেকিং হয়নি, সেই সঙ্গে হয়েছে Disney+ Hotstar-এরও। জানলে অবাক হবেন, ডিজনি+ হটস্টারে 5.3 কোটি মানুষ সেমিফাইনাল ম্যাচটি লাইভ দেখেছেন।
12 বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত…
ডিজনি প্লাস হটস্টার এক্স-এ সমস্ত ব্যনহারকারীদের ধন্যবাদ জানিয়েছে। যারা ডিজনি প্লাস হটস্টারে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখেছেন। এর আগেও ভেঙেছে রেকর্ড। এই নিয়ে দ্বিতীয়বার ডিজনি হটস্টারে লাইভ ক্রিকেট দেখার রেকর্ড ভাঙল। এর আগে হটস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ লাইভ দেখেছেন তিন কোটিরও বেশি মানুষ।
Thank you #TeamIndia fans and Disney+ hotstar users for breaking the record, yet again! 🎉🥳
Now, that’s what we call a knockout performance! 🏏🔥#CWC23 pic.twitter.com/kIez9YAEDy
— Disney+ Hotstar (@DisneyPlusHS) November 15, 2023
কীভাবে Hotstar-এ বিনামূল্যে বিশ্বকাপ দেখবেন?
আপনি যদি 2023 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি লাইভ এবং বিনামূল্যে দেখতে চান, তাহলে Disney Plus Hotstar-এ বিনামূল্যে তা দেখতে পারেন। ডিজনি প্লাস হটস্টার জানিয়েছে, বিশ্বকাপের ফাইনাস ম্যাচ একদম ফ্রি। আপনি শুধুমাত্র মোবাইল অ্যাপে বিনামূল্যে বিশ্বকাপ দেখতে পারবেন। আপনি যদি ল্যাপটপ এবং টিভিতে ম্যাচটি দেখতে চান, তবে আপনাকে এর জন্য সাবস্ক্রিপশন নিতে হবে।