Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

YouTube Video Download: চোখের পলকে ডাউনলোড হবে YouTube ভিডিয়ো, কাজে লাগান এই 3 উপায়

Youtube Tips: আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজে HD কোয়ালিটিতে ভিডিয়ো ডাউনলোড করতে পারেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এমনটা কীভাবে সম্ভব? চলুন সেই উপায় জেনে নেওয়া যাক।

YouTube Video Download: চোখের পলকে ডাউনলোড হবে YouTube ভিডিয়ো, কাজে লাগান এই 3 উপায়
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 1:42 PM

বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং অ্যাপগুলির মধ্যে একটি হল ইউটিউব। দিনের অবসর সময়টা অনেকেই ইউটিউবে ভিডিয়ো দেখে কাটান। আবার বহু মানুষ বিভিন্ন ভিডিয়ো, গানের ভিডিয়ো ডাউনলোড রাখতে পছন্দ করেন। এতে যখন ইন্টারনেট কাজ করবে না, তখন দেখা যায়। কম ডেটা স্পিডের কারণে, আপনি ভিডিয়োটি সঠিকভাবে স্ট্রিম করতে পারবেন না। এর জন্য, ইউটিউব অ্যাপেই ভিডিয়ো সেভ করে রাখা যায়। তেমনই আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজে HD কোয়ালিটিতে ভিডিয়ো ডাউনলোড করতে পারেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এমনটা কীভাবে সম্ভব? চলুন সেই উপায় জেনে নেওয়া যাক।

অ্যাপে ডাউনলোড করতে পারেন:

আপনি যদি ভিডিয়োটি অফলাইনে দেখতে চান, তবে এটি অ্যাপে ডাউনলোড করতে পারেন। এর জন্য, আপনি যখন ইউটিউব অ্যাপে যে কোনও ভিডিয়ো খুলবেন, আপনি তার ঠিক নিচে ডাউনলোড অপশনবিকল্পটি দেখতে পাবেন। আপনাকে শুধু সেই ডাউনলোড বোতামে ট্যাপ করতে হবে এবং ডাউনলোড শুরু হবে।

ডাউনলোড করা ভিডিয়োটি কোথায় পাবেন?

যা কিছুই আপনি ডাউনলোড করুন না কেন, ইউটিউবের লাইব্রেরি বিভাগে দেখতে পারেন। তারপরে আপনাকে নিচের আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবা। এখানে গিয়ে ডাউনলোড অপশন আসবে। এতে ট্যাপ করে আপনি সেভ করা ভিডিয়ো দেখতে পারবেন। এই পদ্ধতিটি তাদের জন্য, যারা তাদের ফোনের স্টোরেজে ইউটিউব ভিডিয়ো ডাউনলোড করতে চান। এর জন্য প্রথমে আপনাকে ইউটিউব ভিডিয়োটি খুলতে হবে, যেটি আপনি ডাউনলোড করতে চান। তারপর ইউটিউবের ইউআরএলে আপনাকে ss লিখতে হবে। এরপর en.savefrom.net ওয়েবসাইট খুলবে। এর পরে রেজোলিউশন সিলেক্ট করুন এবং ডাউনলোডে ক্লিক করুন।

এরপর কী করবেন?

উপরের দু’টি পদ্ধতি ছাড়াও, আপনি যখন গুগলে সার্চ করবেন, তখন আরও অনেক পদ্ধতি পাবেন, যার মাধ্যমে আপনি ইউটিউব ভিডিয়ো ডাউনলোড করে নিতে পারবেন। অনেক ওয়েবসাইট যেমন ফ্রি ইউটিউব ডাউনলোড, যেকোন ভিডিয়ো কনভার্টার ফ্রি এবং 4K ভিডিয়ো ডাউনলোডার ইত্যাদি। তবে বর্তমানে জাল ওয়েবসাইট বা অ্যাপের সংখ্য বেড়েই চলেছে। ফলে ভালভাবে দেখে নিয়ে আপনি যে কোনও ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করবেন।