Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vodafone Idea থেকে Jio, Airtel, কে দেয় তিন মাসের রিচার্জ প্ল্যানে সবচেয়ে বেশি সুবিধা?

Three Month Recharge Plan: Jio, Airtel, Vodafone Idea-এর এই প্রিপেড প্ল্যানগুলিতে, 3 মাসের বৈধতার সঙ্গে আনলিমিটেড কলিং পাওয়া যায় এবং কিছু ইন্টারনেটও পাওয়া যায়। তার জন্য আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে না। আপনি অনেক কম খরচে সব সুবিধা পেয়ে যাবেন।

Vodafone Idea থেকে Jio, Airtel, কে দেয় তিন মাসের রিচার্জ প্ল্যানে সবচেয়ে বেশি সুবিধা?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 9:07 AM

প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান? অথচ এমন কোনও ভাল রিচার্জ প্ল্যান খুঁজে পাচ্ছেন না, যাতে প্রচুর পরিমাণে সুবিধা পাওয়া যায়। প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা এড়াতে, তিন মাসের একসঙ্গে রিচার্জ করে নিতে পারেন। আপনি যদি কম বাজেটে 3 মাসের মেয়াদ সহ একটি প্রিপেইড প্ল্যান খুঁজে থাকেন, তাহলে আপনাকে তিনটি সেরা প্ল্যানের খোঁজ দেওয়া হবে। Jio, Airtel, Vodafone Idea-এর এই প্রিপেড প্ল্যানগুলিতে, 3 মাসের বৈধতার সঙ্গে আনলিমিটেড কলিং পাওয়া যায় এবং কিছু ইন্টারনেটও পাওয়া যায়। তার জন্য আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে না। আপনি অনেক কম খরচে সব সুবিধা পেয়ে যাবেন। আপনার যদি খুব বেশি ইন্টারনেটের প্রয়োজন না হয় এবং প্ল্যানটি অনেক দিনের জন্য় অ্যাকটিভ রাখতে চান, তাহলে 500 টাকার কম বাজেটে এই প্ল্যান রিচার্জ করে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেই সব প্ল্যান।

Jio-এর 395 টাকার প্রিপেড প্ল্যান:

Jio-এর 395 টাকার প্রিপেড প্ল্যানে 6GB ডেটা দেওয়া হয় । এই প্ল্যানটি 84 দিনের জন্য ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানটি আনলিমিটেড কলিং সাপোর্ট করে। এতে আপনি 1000টি মেসেজের সুবিধাও পেয়ে যআবেন। হাই স্পিড ডেটার সীমা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি কমে যায় 64 Kbps-এ। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে Jio অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস। আর এই সব কিছুই আপনি 395 টাকায়।

এয়ারটেলের 455 টাকার প্রিপেড প্ল্যান:

এয়ারটেলের 455 টাকার প্রিপেড প্ল্যানে মোট 6GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটিতে 84 দিনের বৈধতা পেয়ে যাবেন। ভয়েস কলিংয়ের কথা বললে, এই প্ল্যানে আনলিমিটেড কলিং পেয়ে যআবেন। এই প্ল্যানটি মোট 900SMS অফার করে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে অ্যাপোলো 24|7 সার্কেলে বিনামূল্যে অ্যাক্সেস, ফ্রি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিক।

ভোডাফোন আইডিয়ার 459 টাকার প্রিপেড প্ল্যান:

Vodafone Idea-র 459 টাকার প্রিপেড প্ল্যানে 6GB ডেটা পাওয়া যায় । এই প্ল্যানটির বৈধতা 84 দিন। এই প্ল্যানটি আনলিমিটেড কলিং সাপোর্ট করে। এই প্রিপেইড প্ল্যানে মোট 1000টি SMS দেওয়া হয়। উচ্চ গতির ডেটা শেষ হওয়ার পরে, 50p/MB হারে চার্জ নেওয়া হয়। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে Vi Movies & TV বেসিক অ্যাক্সেস, যার মধ্যে রয়েছে লাইভ টিভি, নিউজ, মুভি এবং অরিজিনাল অ্যাক্সেস।