Aadhaar Card Update: আধার কার্ড ফ্রি আপডেট আর মাত্র কয়েকদিন, এই তারিখের পর দিতে হবে টাকা
Aadhaar Card: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এখন এটি বিনামূল্যে আপডেট করার সময়সীমা বাড়িয়েছে। 14 ডিসেম্বর 2023 পর্যন্ত আপনি বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারবেন।

আধার কার্ড আপডেট করা নিয়ে বেশ কয়েকদিন আগে পর্যন্তও হইচই পড়ে গিয়েছিল। আপডেট করাতে গিয়ে প্রচুর টাকা চার্জ দিয়েছিলেন বহু মানুষ। তবে এবার তা হচ্ছে একদম ফ্রিতে। আধার কার্ডে যেকোনও ধরনের আপডেট করার জন্য অনলাইনে 25 টাকা এবং অফলাইনে 50 টাকা দিতে হত। অর্থাৎ, আপনি যখনই ডেটা আপডেট করতে আধার কেন্দ্রে গিয়েছেন, তখনই 50 টাকা চার্জ দিতে হয়েছিল। কিন্তু 15 মাৰ্চ, 2023 থেকে, অনলাইন আধার আপডেটের সুবিধা একেবারে বিনামূল্যে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এখন এটি বিনামূল্যে আপডেট করার সময়সীমা বাড়িয়েছে। 14 ডিসেম্বর 2023 পর্যন্ত আপনি বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারবেন।
myaadhaar পোর্টালের মাধ্যমে আপডেট করুন:
- প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ এ যান।
- লগ ইন করার পর, আপডেট নাম / লিঙ্গ / জন্ম ও ঠিকানার তারিখ অপশনে ক্লিক করুন। আপনি যদি ঠিকানা আপডেট করতে চান, তবে আপডেট ঠিকানা অপশনটি সিলেক্ট করুন।
- এর পরে, আপনার চালু থাকা মোবাইল নম্বর লিখুন। তাতে একটি OTP যাবে। সেই OTP লিখুন এবং proceed অপশনে ক্লিক করে দিন।
- ডকুমেন্ট আপডেট অপশনটি ক্লিক করুন। এবার আপনি আপনার Aadhaar details দেখতে পাবেন।
- Aadhaar details-এ সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না তা ভাল করে দেখে নিন। তারপরে proceed অপশনটিতে ক্লিক করে দিন।
- এর পরে আপনাকে address proof জন্য স্ক্যান কপি আপডেট করতে হবে।
- এবার আপনাকে 25 টাকা পেমেন্ট করতে হবে। যদিও সেই টাকা 14 ডিসেম্বর লাগবে না।
- একবার আধার আপডেট হয়ে গেলে, একটি 14 সংখ্যার Update Request Number (URN) তৈরি হবে।
- এই নম্বরের মাধ্যমে আপনি আপনার আধারে করা আপডেটগুলি ট্র্যাক করতে পারেন।
তবে সব ক্ষেত্রেই যে আপনার আপডেট রিকোয়েস্ট গ্রহন করা হবে, তা একেবারেই নয়। কিছু কিছু ক্ষেত্রে আপডেট রিকোয়েস্ট খারিজও হতে পারে। কিন্তু আপনি কী করে বুঝবেন যে আপনার আপডেট রিকোয়েস্ট খারিজ হবে?
- আপনি যদি ভুল অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টিটি প্রুফ আপলোড করেন, তাহলে আপনার আধার কার্ড আপডেট রিকোয়েস্ট খারিজ হয়ে যাবে। কিংবা ফর্মে দেওয়া মোবাইল ও ভুল আধার থাকলে।
- অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টিটি প্রুফ যদি সেল্ফ অ্যাটেস্টেড না করা থাকে, তাহলে সেই সমস্যা দেখা দিতে পারে।





