Smartphone Tips: পুরনো ফোন থেকে নতুন ফোনে কনট্যাক্ট ট্রান্সফার করবেন? এই উপায়ে সেকেন্ডে মিটবে কাজ
Contact Details Transfer Tips: আপনি চাইলেই আপনার পুরনো ফোনের কনট্যাক্ট সেভ করতে পারবেন নতুন ফোনে। তাও আবার মাত্র কয়েক মিনিটে। এর জন্য আপনাকে কয়েকটি উপায় মেনে চলতে হবে। তবে আপনাকে যে উপায়টি জানানো হবে, তা শুধু অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেই হবে।
Smartphone Tips And Tricks: একটি নতুন স্মার্টফোন কেনার সঙ্গে সঙ্গে মাথায় অনেক চিন্তা আসে। সমস্ত ডেটা, ফটো, ভিডিয়ো আদৌ নতুন ফোনে এল কি না। এই চিন্তা রীতিমতো রাতের ঘুম কেড়ে নিতে পারে। এছাড়াও তালিকায় রয়েছে আরও একটি বড় কাজ। তা হল এক ফোন থকে অন্য ফোনে কনট্যাক্ট সেভ করা। একে একে সব কনট্যাক্ট সেভ করতে প্রচুর সময় চলে যায়। আর সেটা করতেও ইচ্ছে করে না। এই সমস্যার সমাধান আছে। আপনি চাইলেই আপনার পুরনো ফোনের কনট্যাক্ট সেভ করতে পারবেন নতুন ফোনে। তাও আবার মাত্র কয়েক মিনিটে। এর জন্য আপনাকে কয়েকটি উপায় মেনে চলতে হবে। তবে আপনাকে যে উপায়টি জানানো হবে, তা শুধু অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেই হবে। চলুন জেনে নেওয়া যাক।
অ্যান্ড্রয়েড ফোন থেকে নতুন ফোনে কনট্যাক্টগুলি কীভাবে নেবেন?
- প্রথমে আপনাকে যা করতে হবে তা হল, পুরনো অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে যেতে হবে।
- এবার সেটিংস অ্যাপে অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন।
- এখানে Google অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যা আপনি নতুন স্মার্টফোনে ব্যবহার করতে চান।
- এবার আপনাকে অ্যাকাউন্ট সিঙ্ক বা সিঙ্ক অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করতে হবে।
- তারপর নতুন একটি পেজ খুলবে। সেখানে কনট্যাক্ট অপশনটি বেছে নিতে হবে। এতে আপনি নতুন ফোনে Contact Details সহজেই পেয়ে যাবেন।
- আপনি নতুন ফোন ব্যবহার করার আগে, পুরনো Google অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
- নতুন ফোনের পাশাপাশি Google অ্যাকাউন্ট লগ-ইন সিঙ্ক করতে হবে।
- এতে পুরনো ডিভাইসে সেভ করা সব কনট্যাক্ট নতুন স্মার্টফোনে পাওয়া যাবে।
এই ফিচারটি কীভাবে কাজ করে?
আসলে আপনার ফোনের সমস্ত কনট্যাক্ট Google অ্যাকাউন্টে সেভ হয়। এমন পরিস্থিতিতে নতুন স্মার্টফোনে আপনি যখনই আপনার পুরনো Google অ্যাকাউন্টটি লগ ইন করবেন, তখন সমস্ত কনট্যাক্ট সেখানে চলে যাবে। এতে আপনাকে সব কনট্যাক্ট আলাদা আলাদা করে সেভ করতে হবে না।